বাচ্চাদের জন্য বিশেষ পরিষেবা নিয়ে হাজির PNB, মিলবে বিপুল লাভ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
১০ বছরের বেশি যে কোনও বাচ্চার নামে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ এর জন্য কেওয়াইসি-র দরকার পড়বে ৷
#নয়াদিল্লি: বাচ্চাদের জন্য এবার বিশেষ পরিষেবা নিয়ে হাজির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ নতুন পরিষেবায় বাচ্চাদের জন্য একটি বিশেষ অ্যাকাউন্ট PNB Junior SF Account খুলতে পারবেন ৷ এর জেরে ছোট থেকেই বাচ্চাদের মধ্যে সেভিংস বা সঞ্চয়ের প্রবণতা বাড়বে ৷
১০ বছরের বেশি যে কোনও বাচ্চার নামে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ এর জন্য কেওয়াইসি-র দরকার পড়বে ৷ ছবির পাশাপাশি আইডি ও বাড়ির ঠিকানার প্রমান পত্র জমা দিতে হবে ৷ এই অ্যাকাউন্টে কী কী সুবিধা মিলবে দেখে নিন এক নজরে-
বাবা মা বা অভিভাবকরা সন্তানদের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন
advertisement
advertisement
১০ বছরের বেশি বয়সের বাচ্চারা নিজেরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন
এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক নয়
ইনিশিয়াল ডিপোজিট জিরো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে
পিএনবি ট্যুইট করে এই অ্যাকাউন্টের বিষয়ে জানিয়েছে ৷ এর মাধ্যমে আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যত সুরক্ষিত করতে পারবেন ৷ এই অ্যাকাউন্টে Minimum Quarterly Average Balance (QAB) জিরো ৷ এছাড়া এই অ্যাকাউন্টে এক বছরের জন্য ব্যাঙ্কের তরফে ৫০ পাতার চেকবুক দেওয়া হয়ে থাকে ৷ NEFT লেনদেনের ক্ষেত্রে প্রতিদিন ১০ হাজার টাকার ট্রানজাকশন করতে পারবেন ৷
advertisement
এছাড়া স্কুল ও কলেজের জন্য ডিমান্ড ড্রাফ্ট ফ্রি ৷ Rupay এটিএম কার্ডে প্রতিদিন ৫০০০ টাকা বিনামূল্যে তোলা যেতে পারে ৷ আরও বিস্তারিত জানতে https://www.pnbindia.in/pnb-junior-sf-account.html লিঙ্কে ভিজিট করতে পারেন গ্রাহকরা ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2021 2:06 PM IST