#নয়াদিল্লি: ৭৪ তম স্বাধীনতা দিবসে এক দেশ এক রেশন কার্ডের ধাঁচে এক দেশ এক হেলথ কার্ড জারি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশনের ঘোষণা করার পর এবার থেকে দেশের সমস্ত নাগরিকদের একটি হেলথ কার্ড তৈরি করা হবে ৷ এই স্কিমে সমস্ত নাগরিকের হেলথের ডেটা একটি প্ল্যাটফর্মে থাকবে ৷
এদিন লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী জানান, ‘আজ থেকে দেশজুড়ে আরও একটি বড় অভিযান শুরু হতে চলেছে ৷ এটা হল ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন ৷ এই মিশন ভারতে স্বাস্থ্য ব্যবস্থায় নতুন বিপ্লব নিয়ে আসতে চলেছে ৷ ’
সরকারের এই স্কিমে প্রত্যেক নাগরিককে একটি হেলথ কার্ড তৈরি করতে হবে ৷ এর মাধ্যমে হওয়া সমস্ত চিকিৎসা, শারীরিক পরীক্ষার তথ্য কার্ডে ডিজিটালি সেভ করা থাকবে ৷ এর রেকর্ড থাকবে ৷
आज से देश में एक और बहुत बड़ा अभियान शुरू होने जा रहा है। ये है नेशनल डिजिटल हेल्थ मिशन। नेशनल डिजिटल हेल्थ मिशन, भारत के हेल्थ सेक्टर में नई क्रांति लेकर आएगा: PM @narendramodi #AatmaNirbharBharat
— PMO India (@PMOIndia) August 15, 2020
आपके हर टेस्ट, हर बीमारी, आपको किस डॉक्टर ने कौन सी दवा दी, कब दी, आपकी रिपोर्ट्स क्या थीं, ये सारी जानकारी इसी एक Health ID में समाहित होगी: PM @narendramodi #AatmaNirbharBharat
— PMO India (@PMOIndia) August 15, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Independence Day 2020