Money Tips: বাড়িতে রাখুন এই প্রাণী! ঘরে ঢুকবে ১০ থেকে ১৫ লাখ! আলমারিতে টাকা ধরাতে পারবেন না

Last Updated:

Money Tips: দিনহাটা থেকে শুরু হওয়া শুয়োর পালনের এই ব্যবসা এখন রমরমিয়ে চলছে ডুয়ার্সের বিভিন্ন নদী পাড়গুলিতে। কখনও তিস্তা বা কখনও জলঢাকা, এক পাল শুয়োর নিয়ে এখন জলপাইগুড়ির বিভিন্ন নদীর তীরে ঘুরে বেড়াচ্ছেন ব্যবসায় কর্মরত শ্রমিকেরা।

+
News18

News18

জলপাইগুড়ি: আশির দশকের বিখ্যাত ‘পাড়’ চলচ্চিত্রের স্মৃতি উস্কে দিচ্ছে বর্তমান তিস্তা পাড়! শুয়োর পালন করেই স্বাবলম্বী! প্রায় ১৫-১৬ জনের কর্মসংস্থান দিয়েছে এই ব্যবসা। ১৯৮৪ সালের ভারতীয় চলচ্চিত্র পাড়–এ গৌতম ঘোষ একটি বিশেষ সমাজের ছবি তুলে ধরেন, যেখানে শুয়োর পালনের মাধ্যমে মানুষের স্বনির্ভরতার গল্প শোনা যায়। যে সিনেমায় গঙ্গা নদীর পাড়ে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন নাসির উদ্দিন-শাবানা জুটি। চার দশক পর সেই চিত্র ফুটে উঠেছে জলপাইগুড়ি জেলার তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে, যেখানে অনেকেই ভ্রাম্যমাণ শুয়োর পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। এর বাস্তব চিত্র ফুটে উঠেছে জলপাইগুড়ি জেলার তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে, যেখানে অনেকেই শুয়োর পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।
দিনহাটা থেকে শুরু হওয়া শুয়োর পালনের এই ব্যবসা এখন রমরমিয়ে চলছে ডুয়ার্সের বিভিন্ন নদী পাড়গুলিতে। কখনও তিস্তা বা কখনও জলঢাকা, এক পাল শুয়োর নিয়ে এখন জলপাইগুড়ির বিভিন্ন নদীর তীরে ঘুরে বেড়াচ্ছেন ব্যবসায় কর্মরত শ্রমিকেরা। নদীর বিভিন্ন তীরবর্তী এলাকা গুলিতে যে নরম জমি রয়েছে, সেখানে তাঁরা খাবার সংগ্রহ করছেন। কারণ শুয়োর পালনে যে খাবার দরকার হয়, সেই খাবার কিনতে হচ্ছে না মালিকদের। এবার প্রশ্ন আসতেই পারে, কীভাবে হচ্ছে এই শুয়োর প্রতিপালনের ব্যবসা?
advertisement
advertisement
মালিক শুয়োর কিনে শ্রমিকদের দিয়ে যান। দশটি শুয়োর নিয়ে ব্যবসা শুরু করলে বছরের শেষে দেখা যায় সেই শুয়োরের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় কয়েক হাজার। এতে লাভ হয় প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা। কর্মরত শ্রমিকদের তাদের পাওনা বুঝিয়ে বাকি থাকে মালিকের লাভ। এদিকে যেমন সুলভ পরিমাণ অর্থ উপার্জন হচ্ছে শ্রমিকদের, অন্য দিকে ভাল লাভ থাকছে মালিকেরও। এরই সঙ্গে লাভ হচ্ছে নদী পাড়ে কৃষকদেরও। আলাদা করে কৃষিজমি হাল দিতে হয় না তাদের। পুরো পদ্ধতিতে ব্যবসায় সংযুক্ত প্রত্যেকেরই লাভ হয় বহু।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Tips: বাড়িতে রাখুন এই প্রাণী! ঘরে ঢুকবে ১০ থেকে ১৫ লাখ! আলমারিতে টাকা ধরাতে পারবেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement