পুজোতে কেন্দ্রীয় কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে ? আসল সত্যিটা কী? কী জানাল সরকার!

Last Updated:

বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নবরাত্রিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়তে পারে।

#কলকাতা: পুজোর মুখে ৪ শতাংশ বাড়বে মহার্ঘ্য ভাতা। এমনই একটি সরকারি নির্দেশিকা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তা দেখে অনেকেই অবাক হয়ে যান। সরকারি কর্মচারীরা আনন্দিতও হন। তৈরি হয় খুশির পরিবেশ। কিন্তু সব আনন্দে জল ঢেলে দিল খোদ সরকারই। সামনে এল চিঠির সত্যতা। জানা গেল, সেটা ভুয়ো।
এই চিঠিকে ভুয়ো বলে জানিয়েছে পিআইবি। এই নিয়ে একটি ট্যুইট করে তারা। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়, ‘অর্থ মন্ত্রকের তরফ থেকে এ ধরনের কোনও চিঠি দেওয়া হয়নি’। লক্ষ্যণীয় ঠিক পুজোর মুখে হঠাৎ করেই এই চিঠিকে ভাইরাল করা হয়।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চিঠিকে অর্থ মন্ত্রকের নির্দেশিকা বলে প্রচার করা হয়। ২০ সেপ্টেম্বরের ‘ইস্যু’ হওয়া ওই চিঠিতে দাবি করা হয়, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ সরকারি কর্মচারীদের ডিএ ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হচ্ছে। এর সঙ্গে এও দাবি করা হয়, ২০২২-এর ১ জুলাই থেকে নয়া নির্দেশিকা কার্যকর হবে। এরপরই শোরগোল পড়ে যায়। খুশিতে মেতে ওঠেন সরকারি কর্মচারীরা।
advertisement
তাহলে ডিএ কবে বাড়বে: এই চিঠিটা যে ভুয়ো তাতে কোনও সন্দেহ নেই। এ কথা জানিয়েছে পিআইবি-ও। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়েই এই চিঠি ভাইরাল করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল মহার্ঘ্য ভাতা কি আদৌ বাড়বে? এই নিয়ে কেন্দ্রীয় সরকার কী ভাবছে?
advertisement
বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, নবরাত্রিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়তে পারে। তবে এই বৃদ্ধি মাত্র ৪ শতাংশ বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, এই মহার্ঘ্য ভাতা বৃদ্ধির অনুমান অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স - ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এর তথ্যের ভিত্তিতে করা হয়েছে। সম্প্রতি এর প্রথমার্ধের রিপোর্ট এসেছে। সেখান থেকেই এমন অনুমান। এর পরিসংখ্যান ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি এখন ১২৯.২ স্তরে রয়েছে। এই কারণেই আশা করা হচ্ছে, কেন্দ্রীয় সরকার উৎসবের মরশুমে মহার্ঘ্য ভাতা বাড়াতে পারে। অনুমান সত্যি হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও উপকৃত হবেন।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পুজোতে কেন্দ্রীয় কর্মীদের ৪ শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে ? আসল সত্যিটা কী? কী জানাল সরকার!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement