তিন বছরে সর্বোচ্চ হল পেট্রোলের দাম, লিটার প্রতি ৮০ টাকা
Last Updated:
গত কয়েকদিনে যে হারে পেট্রোলের দাম বেড়েছে তাতে ২০১৪-র পর পেট্রোলের দাম বেড়েছে সর্বোচ্চ ৷
#মুম্বই: নতুন নিয়ম অনুযায়ী এখন প্রতিদিন পেট্রোলের দাম উঠা নামা করে থাকে ৷ প্রথমদিকে মনে করা হয়েছিল যে এতে সাধারণ মানুষে লাভবান হবেন ৷ কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিনে যে হারে পেট্রোলের দাম বেড়েছে তাতে ২০১৪-র পর পেট্রোলের দাম বেড়েছে সর্বোচ্চ ৷ মুম্বইতে এই মুহূর্তে এক লিটার পেট্রোলের দাম প্রায় ৮০ টাকার কাছাকাছি ৷
বিশেষজ্ঞদের মতে পেট্রোল ও ডিজেলের দাম গ্লোবাল মার্কেটে পেট্রোলের রেট, মার্কিন ডলারের সঙ্গে টাকার সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ আমেরিয়া ইরমা ঝড়ের জেরে গোটা বিশ্বে পেট্রোলের দাম বেড়ে গিয়েছে ৷ ভারতের বাজারেও এপ প্রভাব পড়েছে ৷
জুলাইয়ের পর থেকে দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে ৭.২৯ টাকা ৷ বুধবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল ৭০.৩৮ টাকা প্রতি লিটারে ৷ পয়লা জুলাই দাম ছিল ৬৩.০৯ টাকা ৷ সেখানে মুম্বইয়ে পেট্রোলের দাম ৭৪.৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৯.৪৮ টাকা ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2017 3:59 PM IST