#মুম্বই: নতুন নিয়ম অনুযায়ী এখন প্রতিদিন পেট্রোলের দাম উঠা নামা করে থাকে ৷ প্রথমদিকে মনে করা হয়েছিল যে এতে সাধারণ মানুষে লাভবান হবেন ৷ কিন্তু দেখা যাচ্ছে গত কয়েকদিনে যে হারে পেট্রোলের দাম বেড়েছে তাতে ২০১৪-র পর পেট্রোলের দাম বেড়েছে সর্বোচ্চ ৷ মুম্বইতে এই মুহূর্তে এক লিটার পেট্রোলের দাম প্রায় ৮০ টাকার কাছাকাছি ৷
বিশেষজ্ঞদের মতে পেট্রোল ও ডিজেলের দাম গ্লোবাল মার্কেটে পেট্রোলের রেট, মার্কিন ডলারের সঙ্গে টাকার সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ আমেরিয়া ইরমা ঝড়ের জেরে গোটা বিশ্বে পেট্রোলের দাম বেড়ে গিয়েছে ৷ ভারতের বাজারেও এপ প্রভাব পড়েছে ৷
জুলাইয়ের পর থেকে দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছে ৭.২৯ টাকা ৷ বুধবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল ৭০.৩৮ টাকা প্রতি লিটারে ৷ পয়লা জুলাই দাম ছিল ৬৩.০৯ টাকা ৷ সেখানে মুম্বইয়ে পেট্রোলের দাম ৭৪.৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৯.৪৮ টাকা ৷