নয়াদিল্লি: আজ ১ ফেব্রুয়ারি ঘোষণা হল ২০২৩-২০২৪ বাজেটের৷ বাজেট ঘোষণার পর পেট্রোল ডিজেলের দামে কোনও পরিবর্তন আসবে কিনা তা নিয়ে চিন্তায় দেশবাসী৷ কারণ গত ৮ মাসে দেশের প্রধান জ্বালানি তেলের দামে বিশেষ কোনও পরিবর্তন হয়নি৷ কিছু ছোট শহরে দাম বদলালেও মোটামুটি দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে স্থিতিশীল থেকেছে পেট্রোল ডিজেল৷
আরও পড়ুন: বদলে যাবে ট্রেনে যাত্রার অভিজ্ঞতা! রেলের জন্য বিরাট ঘোষণা বাজেটে
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: বাজেটে কিসের দাম কমল, কিসের বাড়ল, দেখে নিন তালিকা
নয়ডা-পেট্রোল ৯৬.৬০ টাকা ডিজেল ৮৯.৭৭ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা ডিজেল ৮৯.৪৫ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা ডিজেল ৮৯.৭৬ টাকা
পটনা- পেট্রোল ১০৭.৬২ টাকা ডিজেল ৯৪.৩৯ টাকা
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম বিভিন্ন হওয়ার মূল কারণ হল ট্যাক্স৷ প্রতিটি রাজ্যে সরকার আলাদা আলাদা রেটে ট্যাক্স আদায় করে, তাই বদলে যায় ট্যাক্সের দাম৷ তাছাড়া শহরগুলির নিজস্ব ট্যাক্স ব্যবস্থাও রয়েছে, যাকে লোকাল বডি ট্যাক্স বলা হয়৷ এই লোকাল ট্যাক্সের প্রভাবেও বদলে যায় পেট্রোল ডিজেলের দাম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।