Petrol Diesel Price Today: স্বস্তি ফিরছে অশোধিত তেলের দামে! কলকাতায় জ্বালানি তেলের দাম কত হল জেনে নিন

Last Updated:

গতকালের চেয়েও আজ আরও খানিকটা কমল বিশ্বের বাজারে অশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার কমে আজ ব‍্যারেল প্রতি ৮০.৮৯ ডলার হয়েছে

স্বস্তি ফিরছে অশোধিত তেলের দামে! কলকাতায় জ্বালানি তেলের দাম কত হল জেনে নিন
স্বস্তি ফিরছে অশোধিত তেলের দামে! কলকাতায় জ্বালানি তেলের দাম কত হল জেনে নিন
নয়াদিল্লি: সপ্তাহের শেষ ভাগে আশার আলো দেখা যাচ্ছে অশোধিত তেলের দামে। গতকালের চেয়েও আজ আরও খানিকটা কমল বিশ্বের বাজারে অশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ২ ডলার কমে আজ ব‍্যারেল প্রতি ৮০.৮৯ ডলার হয়েছে। ডব্লিউটিআইয়ের দামও আজ কমে হয়েছে ব্যারেল প্রতি ৭৭.২৯ ডলার৷
বিশ্বের বাজারে অশোধিত তেলের দামে বদলের প্রভাব সরাসরি পড়ে দেশের বাজারেও৷ ফলে স্বাভাবিকভাবেই আজ দেশের বেশ কিছু রাজ্যে খানিকটা হলেও কমেছে জ্বালানি তেলের দাম৷ কলকাতা-সহ দেশের অন্যান্য শহর গুলিতে আজ কত জ্বালানি তেলের দাম দেখে নেওয়া যাক৷
গত কয়েকমাসের মতো আজও দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাইতে মোটামুটি ভাবে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম৷
advertisement
advertisement

এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম

দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা

দেশের অন্যান্য কিছু শহরে আজ জ্বালানি তেলের দাম

advertisement
নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা
পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
এলাহাবাদ- পেট্রোল ৯৬.৬৬ টাকা, ডিজেল ৮৯.৮৬ টাকা
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Price Today: স্বস্তি ফিরছে অশোধিত তেলের দামে! কলকাতায় জ্বালানি তেলের দাম কত হল জেনে নিন
Next Article
advertisement
Kolkata Water Logging Update: মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
মঙ্গলবারের পর কি বুধেও ভোগান্তি? শহরের কোন কোন রাস্তা থেকে নামল জল, জানাল পুরসভা
  • দুপুরের পর থেকে কমে এসেছিল বৃষ্টি৷ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল কলকাতা পুরসভাও৷ শেষ পর্যন্ত রাতের মধ্যেই শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে জল সম্পূর্ণ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করল কলকাতা পুরসভা৷ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত যে রাস্তাগুলি থেকে জল নেমেছে, সেই রাস্তাগুলির একটি তালিকাও প্রকাশ করে পুর কর্তৃপক্ষ৷

VIEW MORE
advertisement
advertisement