Pension At Doorstep: পেনশনের টাকা এবার হাতে আসবে ঘরে বসেই! কী ভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত!

Last Updated:

Pension At Doorstep: লাইন দিয়ে পেনশন সংক্রান্ত কাজ করতে হবে না আর। থেকে ঘরে বসেই করা যাবে পেনশনের আবেদন এবং পাওয়া যাবে পেনশন সংক্রান্ত তথ্যও।

অনলাইনেই মিলবে পেনশন!
অনলাইনেই মিলবে পেনশন!
উত্তরাখণ্ড: পেনশন বা ভর্তুকি ভাতার টাকা তুলতে এসে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ লাইনে। বয়স্ক, অশক্ত বা বিশেষ ভাবে সক্ষম মানুষের জন্য এ খুবই বিড়ম্বনার বিষয়।
এবার সেই কষ্ট থেকে তাঁদের মুক্তি দিতেই অনলাইন পরিষেবা চালু করতে চলেছে উত্তরাখণ্ডের সমাজ কল্যাণ দফতর।
জানা গিয়েছে, উত্তরাখণ্ড সমাজ কল্যাণ দফতর বয়স্ক এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই পরিকল্পনা করেছে। লাইন দিয়ে পেনশন সংক্রান্ত কাজ করতে হবে না আর। থেকে ঘরে বসেই করা যাবে পেনশনের আবেদন এবং পাওয়া যাবে পেনশন সংক্রান্ত তথ্যও।
advertisement
advertisement
জেলা সমাজকল্যাণ আধিকারিক গোবর্ধন সিংহ জানান, চলতি এপ্রিল মাস থেকেই এই পরিকল্পনা চালু হয়ে গিয়েছে। আবেদনকারীরা নিজের মোবাইল থেকে ঘরে বসে আবেদন করতে পারবেন। যাঁরা মোবাইল ব্যবহার করতে পারেন না বা লেখাপড়া জানেন না তাঁরা নিকটবর্তী সিএসসি কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারেন।
advertisement
কী ভাবে করা যাবে আবেদন—
১. পেনশন বা ভর্তুকি প্রকল্পের টাকা জন্য অনলাইনে আবেদন করতে সোশ্যাল সিকিউরিটি স্টেট পোর্টাল বা ssp.uk.gov.in-এ যেতে হবে।
২. Apply New Online-এ ক্লিক করে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর নিজের প্রকল্পটি বেছে নিতে হবে।
৩. পূরণ হয়ে গেলে তা সেভ করে রাখতে হবে।
advertisement
৪. এরপর একটি পেজ খুলবে। এখানে আবেদনকারী তাঁর রেজিস্ট্রেশন নম্বর, লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন। এগুলি মনে রাখা দরকার।
আবেদনকারী লগ-ইন করে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করার পরেই আবেদন পত্রটি সম্পূর্ণ বলে বিবেচিত হবে। লগ-ইন আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে সমস্ত প্রয়োজনীয় নথি সামাজিক সুরক্ষা পোর্টালে আপলোড করতে হবে।
advertisement
নথি আপলোডের পদ্ধতি—
১. Upload Documents-এ ক্লিক করতে হবে।
২. নথির ধরন নির্বাচন করতে হবে।
৩. Choose File -এ ক্লিক করতে হবে।
৪. এরপর Upload করে দিতে হবে।
আবেদনকারী সমস্ত নথি আপলোড করার পরে আবেদনটি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। সেখানেই আবেদন গৃহীত অথবা প্রত্যাখ্যাত হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pension At Doorstep: পেনশনের টাকা এবার হাতে আসবে ঘরে বসেই! কী ভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement