বাজারে এল পতঞ্জলির ‘স্বদেশী সমৃদ্ধি’ সিম কার্ড, রয়েছে প্রচুর চমক
Last Updated:
#নয়াদিল্লি: বাজারে বিভিন্ন ধরনের পন্য এনে তাক লাগিয়ে দিয়েছে ‘পতঞ্জলি’৷ নিত্য-নতুন পন্য এনে চমক লাগিয়ে দিচ্ছেন স্বামী রামদেব ৷ গতকাল রবিবার টেলিকম জগতেও ঢুকে পড়ল ‘পতঞ্জলি’৷
বিএসএনএল-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন সিম কার্ড আনলেন তিনি ৷ রবিবার একটি অনুষ্ঠানে ‘স্বদেশী সমৃদ্ধি’ সিম কার্ড লঞ্চ করলেন রামদেব ৷
এই সিমকার্ড আনার পিছনে কারণটা ঠিক কী, তা জানাতে গিয়ে রামদেব জানিয়েছেন, খুব কম টাকায় পরিষেবা পাবেন গ্রাহকরা ৷
advertisement
কী কী সুযোগ পাবেন ‘পতঞ্জলি’র গ্রাহকরা?
সম্পূর্ণ ভাবে এই সিম কার্ড লঞ্চ হয়ে যাওয়ার পর ব্যাপক সুবিধে পেতে চলেছেন গ্রাহকরা ৷ এই সিমকার্ড ব্যবহারকারীরা ‘পতঞ্জলি’র বিভিন্ন প্রোডাক্টের উপর ১০ শতাংশ ছাড় পাবেন ৷
advertisement
মাত্র ১৪৪ টাকা দিয়ে রিচার্জ করলেই সারা দেশে আনলিমিটেড কল করা যাবে ৷ পাওয়া যাবে ২জিবির ডেটা প্যাক। এছাড়া থাকছে ১০০টি এসএমএস-এর সুবিধেও ৷ আর সবচেয়ে বড় চমক হল-এই সিম কার্ডের সঙ্গে দেওয়া হবে দুর্ঘটনা ও চিকিৎসা বীমা। জীবন বীমা হিসেবে ৫ লক্ষ টাকা এবং চিকিৎসা বীমা খাতে আড়াই লক্ষ টাকা কভারেজেরও সুবিধা থাকছে ৷
advertisement
পতঞ্জলি ও বিএসএনএলের তরফ থেকে যৌথভাবে জানানো হয়েছে, দেশের উন্নয়নের স্বার্থেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ। প্রাথমিকভাবে এই সিম কার্ড ব্যবহার করবেন পতঞ্জলির কর্মীরা। এছাড়া জানা গিয়েছে, দেশে মোট পাঁচ লক্ষ কাউন্টার আছে বিএসএনএলের। এবার সেইসব কাউন্টার থেকে পাওয়া যাবে ‘স্বদেশী সমৃদ্ধি’সিম কার্ড।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2018 3:52 PM IST