Onion Price: কিনতে হচ্ছে না বীজ, পেঁয়াজ চাষে নতুন উপায় খুঁজলেন চাষীরা, মিলছে বিপুল লাভ

Last Updated:

Onion Price: বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় চাষিদের লাভ হবে বলেই মনে করছেন কৃষিমহলের বিশেষজ্ঞরা

পেঁয়াজ চাষে নতুন উপায় খুঁজলেন চাষীরা
পেঁয়াজ চাষে নতুন উপায় খুঁজলেন চাষীরা
দুই তেলেগুভাষী রাজ্যে পেঁয়াজের দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া। বর্তমানে বাজারে কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম ৩৮০০ থেকে ৪৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে খুশি চাষিরা। উনকুরু শিবশঙ্কর রেড্ডি নান্দিয়ালা জেলার নান্দিকোটকুর নির্বাচনী এলাকার অন্তর্গত মান্ডলেম গ্রামে ছয় একর জমিতে পেঁয়াজ চাষ করছেন। এবার সমস্ত রকম পরিস্থিতি অনুকূলে থাকায় প্রচুর মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।
বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় চাষিদের লাভ হবে বলেই মনে করছেন কৃষিমহলের বিশেষজ্ঞরা। গত চার বছর ধরে পেঁয়াজের আশানুরূপ দাম না পাওয়ায় অনেক কৃষকরাই গভীর ঋণে পর্যুদস্ত। ওই চাষি আরও জানান যে, সুদে টাকা নেওয়ার মতো পরিস্থিতিও তাঁদের নেই। কৃষকরা ৩৮০০ থেকে ৪৫০০ টাকা প্রতি কুইন্টাল সাশ্রয়ী মূল্যে এবারে পেঁয়াজ বিক্রি করছেন। কৃষকেরা সরকারের কাছে পেঁয়াজের দাম আরও বেশি বাড়াতে চাইছেন।
advertisement
এই প্রসঙ্গে কৃষক শিবশঙ্কর রেড্ডি তার পেঁয়াজ চাষ সম্পর্কে আমাদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, তাঁরা কোনও জায়গা থেকেই পেঁয়াজের বীজ কেনেন না। পেঁয়াজের ফসল সংগ্রহ করে নিজের খামারে রোপণ করেন। এতে বীজ ক্রয়ের খরচ অনেকটাই কমে যায়। তিনি আরও বলেন যে, এখন চার মাস তাঁদের ফসল কাটার সময়। তবে এই পেঁয়াজের ফসল চলাকালীন বেশি বৃষ্টি হলে কীটপতঙ্গের উপদ্রব শুরু হতে পারে, তাই সামান্য বৃষ্টিই যথেষ্ট।
advertisement
advertisement
বর্তমানে রোদ বেশি থাকায় পেঁয়াজে কোনও পোকামাকড় নেই বলে জানা গিয়েছে। কৃষক শিবশঙ্কর জানান, সামান্য বৃষ্টি হলেই ফসল ভাল হবে। তবে তাঁর মতে মধ্যস্বত্বভোগীরা বেচাকেনা করলেও কৃষকরাই ফসলের দাম ওঠাপড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।
advertisement
তাঁর পেঁয়াজের চাষে প্রতি একরে ৭০,০০০ টাকা খরচ হয়েছে এবং যদি ফসল ভাল হয়, তবে বিনিয়োগ ছাড়াও প্রতি একর ৫০,০০০ টাকা উদ্বৃত্ত থাকবে। তাই তাঁরা ভুট্টা, বাজরা, সয়াবিন, ছোলা, রাগু জাতীয় ফসলের পাশাপাশি পেঁয়াজ চাষ করছেন।
advertisement
তিনি বলেন, বাজারে এবারে পেঁয়াজের মূল্য এমন হবে যে, কোনও ফসলে কৃষকের এক বছর লোকসান হলেও বাকি বছরে কৃষকরা আয় করতে পারবেন। এই কারণে তাঁরা ব্যাপক এলাকা জুড়ে পেঁয়াজ চাষে আগ্রহ দেখাচ্ছেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Onion Price: কিনতে হচ্ছে না বীজ, পেঁয়াজ চাষে নতুন উপায় খুঁজলেন চাষীরা, মিলছে বিপুল লাভ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement