Onion Price: কিনতে হচ্ছে না বীজ, পেঁয়াজ চাষে নতুন উপায় খুঁজলেন চাষীরা, মিলছে বিপুল লাভ
- Published by:Suvam Mukherjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Onion Price: বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় চাষিদের লাভ হবে বলেই মনে করছেন কৃষিমহলের বিশেষজ্ঞরা
দুই তেলেগুভাষী রাজ্যে পেঁয়াজের দাম ইতিমধ্যেই আকাশছোঁয়া। বর্তমানে বাজারে কুইন্টাল প্রতি পেঁয়াজের দাম ৩৮০০ থেকে ৪৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে খুশি চাষিরা। উনকুরু শিবশঙ্কর রেড্ডি নান্দিয়ালা জেলার নান্দিকোটকুর নির্বাচনী এলাকার অন্তর্গত মান্ডলেম গ্রামে ছয় একর জমিতে পেঁয়াজ চাষ করছেন। এবার সমস্ত রকম পরিস্থিতি অনুকূলে থাকায় প্রচুর মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদী।
বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় চাষিদের লাভ হবে বলেই মনে করছেন কৃষিমহলের বিশেষজ্ঞরা। গত চার বছর ধরে পেঁয়াজের আশানুরূপ দাম না পাওয়ায় অনেক কৃষকরাই গভীর ঋণে পর্যুদস্ত। ওই চাষি আরও জানান যে, সুদে টাকা নেওয়ার মতো পরিস্থিতিও তাঁদের নেই। কৃষকরা ৩৮০০ থেকে ৪৫০০ টাকা প্রতি কুইন্টাল সাশ্রয়ী মূল্যে এবারে পেঁয়াজ বিক্রি করছেন। কৃষকেরা সরকারের কাছে পেঁয়াজের দাম আরও বেশি বাড়াতে চাইছেন।
advertisement
এই প্রসঙ্গে কৃষক শিবশঙ্কর রেড্ডি তার পেঁয়াজ চাষ সম্পর্কে আমাদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, তাঁরা কোনও জায়গা থেকেই পেঁয়াজের বীজ কেনেন না। পেঁয়াজের ফসল সংগ্রহ করে নিজের খামারে রোপণ করেন। এতে বীজ ক্রয়ের খরচ অনেকটাই কমে যায়। তিনি আরও বলেন যে, এখন চার মাস তাঁদের ফসল কাটার সময়। তবে এই পেঁয়াজের ফসল চলাকালীন বেশি বৃষ্টি হলে কীটপতঙ্গের উপদ্রব শুরু হতে পারে, তাই সামান্য বৃষ্টিই যথেষ্ট।
advertisement
advertisement
বর্তমানে রোদ বেশি থাকায় পেঁয়াজে কোনও পোকামাকড় নেই বলে জানা গিয়েছে। কৃষক শিবশঙ্কর জানান, সামান্য বৃষ্টি হলেই ফসল ভাল হবে। তবে তাঁর মতে মধ্যস্বত্বভোগীরা বেচাকেনা করলেও কৃষকরাই ফসলের দাম ওঠাপড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।
advertisement
আরও পড়ুন, সিনিয়র-জুনিয়র নয়, দলীয় কর্মীদের জন্য অন্য ‘স্ট্র্যাটেজি’ অভিষেকের! বিজয়া সম্মিলনীতে বার্তা
তাঁর পেঁয়াজের চাষে প্রতি একরে ৭০,০০০ টাকা খরচ হয়েছে এবং যদি ফসল ভাল হয়, তবে বিনিয়োগ ছাড়াও প্রতি একর ৫০,০০০ টাকা উদ্বৃত্ত থাকবে। তাই তাঁরা ভুট্টা, বাজরা, সয়াবিন, ছোলা, রাগু জাতীয় ফসলের পাশাপাশি পেঁয়াজ চাষ করছেন।
advertisement
তিনি বলেন, বাজারে এবারে পেঁয়াজের মূল্য এমন হবে যে, কোনও ফসলে কৃষকের এক বছর লোকসান হলেও বাকি বছরে কৃষকরা আয় করতে পারবেন। এই কারণে তাঁরা ব্যাপক এলাকা জুড়ে পেঁয়াজ চাষে আগ্রহ দেখাচ্ছেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 3:54 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Onion Price: কিনতে হচ্ছে না বীজ, পেঁয়াজ চাষে নতুন উপায় খুঁজলেন চাষীরা, মিলছে বিপুল লাভ