আর-কমের সম্পত্তি কিনছে জিও, বাবার জন্মদিনেই অনিলের ব্যবসার সঙ্কট কাটাতে এগিয়ে এলেন মুকেশ

Last Updated:

অবশেষে ভাইয়ের সংস্থার বিপুল ধার কমাতে এগিয়ে এলেন দাদা ৷ সেটাও বাবা ধীরুভাই আম্বানির ৮৫তম জন্মদিনের দিন ৷

#মুম্বই: ব্যবসায় লাভের নিরিখে দাদার অবস্থা যতটা ভাল ৷ ভাইয়ের অবস্থা তার তুলনায় অনেকটাই খারাপ ৷ দেশের টেলিকম শিল্পে বিপ্লব এনেছে দাদা মুকেশ আম্বানির সংস্থা জিও ৷ অন্যদিকে টেলিকম ব্যবসায় অনেক আগে এসেও দেনায় ডুবে রয়েছেন ভাই অনিল আম্বানির সংস্থা রিল্যায়েন্স কমিউনিকেশন্স (আর-কম) ৷ অবশেষে ভাইয়ের সংস্থার বিপুল ধার কমাতে এগিয়ে এলেন দাদা ৷ সেটাও বাবা ধীরুভাই আম্বানির ৮৫তম জন্মদিনের দিন ৷
একদশকেরও বেশি সময়ের মনোমালিন্যের ছবিটা এবার হয়তো কিছুটা হলেও বদলাতে চলেছে ৷ ব্যবসায় সঙ্কট মেটাতে  দাদার হাতই ধরতে এবার বাধ্য হলেন ভাই ৷ বৃহস্পতিবার মুকেশ অাম্বানির টেলিকম সংস্থা রিল্যায়েন্স জিও-র পক্ষ থেকে জানানো হয়, অনিল আম্বানির রিল্যায়েন্স কমিউনিকেশন্সের (আর-কম) মোবাইল পরিষেবা ব্যবসার সম্পত্তি কিনছে তারা।
রিল্যায়েন্স গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির মৃত্যুর পর দুই ছেলের মধ্যে সংস্থা ভাগাভাগি করে দেওয়া হয় মা কোকিলাবেনের মধ্যস্থতায় ৷ সেখানে সংস্থার টেলিকম ব্যবসা যায় অনিল আম্বানির দখলেই ৷ ২০০২ সালে তৈরি হওয়া রিল্যায়েন্স ইনফোকম সংস্থার মালিকানা পান অনিল ৷ নাম পাল্টে হয় রিল্যায়েন্স কমিউনিকেশন্স  বা ‘আর-কম’ ৷ কিন্তু দাদা মুকেশ আম্বানিও চুপচাপ বসে থাকেননি ৷ ২০১০ সালে ইনফোটেল ব্রডব্র্যান্ডকে  কিনে নিয়ে তিনিও প্রবেশ করেন দেশের টেলিকম ব্যবসায় ৷ নিজের সংস্থার নাম দেন ‘রিল্যায়েন্স জিও ইনফোকম’ ৷ এর ছ’বছর পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে পরিষেবা চালু হয় জিও-র ৷ এবছরই ২জি-৩জি পরিষেবা বন্ধ হয় আর কমের ৷ শেষ পর্যন্ত বাবার জন্মদিনের দিনই ভাইয়ের আর-কম মোবাইল ব্যবসার সম্পদ কিনতে চুক্তি জিও-র ৷ এর ফলে জিও-র হাতে এল রিল্যায়েন্স কমিউনিকেশন্সের ৪৩ হাজার মোবাইল টাওয়ার ৷ ১২২.৪ মেগাহার্ৎজ  ৪জি স্পেকট্রাম (৮০০/৯০০/১,৮০০/ ২,১০০ মেগাহার্ৎজ ব্যান্ডের) সারা দেশে ১.৭৮ লক্ষ কিমি অপটিক ফাইবার কেব্‌ল ৷ ২৪৮ মিডিয়া কনভার্জেন্স নোডস (৫০ লক্ষ বর্গ ফুট জায়গা জুড়ে তৈরি টেলি পরিকাঠামো ) ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আর-কমের সম্পত্তি কিনছে জিও, বাবার জন্মদিনেই অনিলের ব্যবসার সঙ্কট কাটাতে এগিয়ে এলেন মুকেশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement