ওলা অ্যাপ না থাকলেও বুক করা যাবে ক্যাব
Last Updated:
ওলা অ্যাপ ছাড়াও এবার বুক করা যাবে ওলা ৷ এবার থেকে Yatra.com-এর মাধ্যমে বুক করা যাবে ওলা ক্যাব ৷
#নয়াদিল্লি: ওলা অ্যাপ ছাড়াও এবার বুক করা যাবে ওলা ৷ এবার থেকে Yatra.com-এর মাধ্যমে বুক করা যাবে ওলা ক্যাব ৷ ওলা নিজের অ্যাপ্লিকেশন ইন্টারফেস যাত্রা ডট কমে নথিভুক্ত করেছে ৷ এর জেরে ওলার অ্যাপ না থাকলেও বুক করা যাবে ক্যাব ৷ যাত্রা ডট কমের সাহায্যে ট্রাভেল পোর্টালের ব্যবহারকারীদের কাছে পৌঁছে যেতে পারবে ওলা ৷
সূত্রের খবর, এই সপ্তাহ থেকে চালু হতে চলেছে এই পরিষেবা ৷ এর ফলে যাত্রা ডট কমের মাধ্যমে নিজেদের ক্যাব বুক করা যাবে ৷ কত ভাড়া, কোথায় গাড়ি রয়েছে সমস্ত তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে ৷
ওলার প্রতিদ্বন্দ্বী উবের চলতি বছরের অগাস্ট মাসে এমনই একটি পার্টনারশিপ ই-কমার্স সংস্থা স্ন্যাপডিলের সঙ্গে করেছিল ৷
advertisement
advertisement
ভারতে সবচেয়ে জনপ্রিয় অনলাইন ট্রাভেল এজেন্ট হল যাত্রা ডট কম ৷ যাত্রার সঙ্গে এই চুক্তি ওলাকে আরও গ্রাহক টানতে সাহায্য করবে ৷
এর আগে মেক মাই ট্রিপ, ওয়ো রুমের সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস চালু করেছিল ওলা ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2016 3:16 PM IST