আধারের মতো এবার ভোটার আইডি কার্ডও ডাউনলোড করতে পারবেন, আজ থেকে মিলবে সুবিধা...

Last Updated:

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের কাছে সহজেই এবং দ্রুত গতিতে যাতে কার্ড পৌঁছে যায় তাই এই প্রোগ্রাম শুরু করা হয়েছে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে বেশিরভাগ বিভাগের কাজ ডিজিটাল ফর্ম্যাটেক করে দেওয়া হয়েছে ৷ এর জেরে আর বিভিন্ন দফতরের চক্কর কাটতে হবে না সাধারণ মানুষকে ৷ এবার কেন্দ্র সরকারের তরফে জারি করা হল ই-ভোটার আইডি কার্ড ৷ সহজ ভাষায় এবার আধার কার্ডের মতো ভোটার আইডি কার্ডও অনলাইনে ডাউনলোড করে ডিজিটাল ফর্ম্যাটে পেয়ে যাবেন ৷
কেন্দ্রীয় মন্ত্রী রবীশঙ্কর প্রসাদ ২৫ জানুয়ারি ২০২১ অর্থাৎ আজ ই-ভোটার আইডি কার্ড লঞ্চ করতে চলেছে ৷ ভোটার কার্ডের ই-ভার্সান মোবাইল বা কম্পিউটারে ডাুনলোড করতে পারবেন ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে এই ডিজিটাল ফর্ম্যাটে কোনও ধরনের এডিট করা যাবে না ৷ পাশাপাশি ডিজিটাল লকারের মতো সুবিধার মাধ্যমে সুরক্ষিত রাখা যাবে ৷ এছাড়া ই-ভার্সানের প্রিন্ট বের করা যেতে পারবে ৷
advertisement
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের কাছে সহজেই এবং দ্রুত গতিতে যাতে কার্ড পৌঁছে যায় তাই এই প্রোগ্রাম শুরু করা হয়েছে ৷ এখনও পর্যন্ত আধার কার্ড, প্যান কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ডিজিটাল ফর্ম্যাটে পাওয়া যায় ৷
advertisement
e-EPIC কার্ড ব্যবহারের জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে ৷ ডিজিটাল কার্ডের জন্য ভোটদাতাদের নিজেদের সম্বন্ধে সমস্ত তথ্য জমা দিতে হবে ৷ মোবাইল নম্বরের সঙ্গে ই-মেল আইডি দেওয়া বাধ্যতামূলক ৷ আপনার মোবাইল নম্বর নির্বাচন কমিশনের কাছে রেজিস্টার্ড হলে অ্যাপের মাধ্যমে ই-মেল ও ফোন নম্বরে একটি মেসেজ আসবে ৷ তথ্য সুরক্ষিত রাখার জন্য ওটিপির সুবিধা রয়েছে ৷ এটাই দুটি QR কোড থাকবে ৷ এখানে ভোটারদের এলাকার পুরো তথ্য থাকবে ৷ ভোটার আইডি কার্ডের হার্ডকপি দেওয়াও জারি থাকবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আধারের মতো এবার ভোটার আইডি কার্ডও ডাউনলোড করতে পারবেন, আজ থেকে মিলবে সুবিধা...
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement