Reliance Jio থেকে ফোন করতে পারছেন না ? জেনে নিন সহজ সমাধান

Last Updated:

রিল্যায়েন্স তাদের অ্যাপ আপগ্রেড করেছে ৷ এর ফলে এবার থেকে আর কোনও সমস্যা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা আপনার প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পারবেন ৷

#মুম্বই: বাজারে আসার পর থেকেই রিল্যায়েন্স জিও-কে নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ রিল্যায়েন্সকে টক্কর দিতে ও প্রতিযোগিতায় টিকে একের পর এক নতুন প্ল্যান নিয়ে এসেছে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলি ৷  মুকেশ আম্বানির মাল্টি বিলায়ান ডলার এই প্রজেক্টের যাত্রা শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে ৷ ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত  জিও-র ডেটা, ভয়েস, ভিডিও এবং অন্যান্য পরিষেবা একেবারে বিনামূল্যে পাওয়া যাবে  ৷ এই পরিষেবা পেতে হলে গ্রাহককে কেবল জিও সিম ৪জি হ্যান্ডসেটে লাগিয়ে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷
তবে যাদের সিম ফোনে ইনসার্ট করার পর এখনও জিওতে ফোন বা মেসেজ করতে সমস্যা হচ্ছে, তাদের জন্য সুখবর ৷ রিল্যায়েন্স তাদের অ্যাপ আপগ্রেড করেছে ৷ এর ফলে এবার থেকে আর কোনও সমস্যা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা আপনার প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পারবেন ৷
আপনার ফোনে যদি jio join অ্যাপ থাকে তাহলে সেটা আপডেট করুন ৷ এর জন্য গুগল প্লে স্টোরকে গিয়ে  jio 4g vioce সার্চ করে আপগ্রেড করুন ৷ আপডেট হওয়ার পর আপনার অ্যাপের নাম বদলে jio 4g vioce হয়ে যাবে ৷ এরপর খুব সহজেই আপনি বিনামূল্যে ফোন করার সুবিধা উপভোগ করতে পারবেন ৷
advertisement
advertisement
জিও-র সমস্ত পরিষেবা উপভোগ করার জন্য My Jio অ্যাপ ডাউনলোড করুন ৷ এর মধ্যে মোট ১১টি অ্যাপ রয়েছে ৷ এই অ্যাপগুলো থাকলে আপনি এক সঙ্গে অনেকগুলো ফিচার্স ব্যবহার করতে পারবেন ৷
ফোনে সিগন্যাল না এলে কী করবেন ?
১. সিম প্রথম স্লটে লাগান ৷ এরপর ডেটা অন আছে কি না চেক করুন ৷
advertisement
২. নেটওয়ার্ক সেটিংস চেক করুন ৷ দেখুন সিম ১ কে আপনি ডেটার জন্য প্রাইমারি সিম করেছেন কিনা ৷
৩. মোবাইল ডেটা বা নেটওয়ার্ক সেটিংসে Preferred Network - এ 4G/LTE সিলেক্ট করুন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Jio থেকে ফোন করতে পারছেন না ? জেনে নিন সহজ সমাধান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement