#নয়াদিল্লি: সাধারণ জনতাকে স্বস্তি দিলেন অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)৷ বুধবার রাতে স্বল্প সঞ্চয়ের সুদের হার কমানোর যে বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থমন্ত্রক, তা বৃহস্পতিবার সকালেই প্রত্যাহার করে নেন নির্মলা৷ আজ অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল সুদ (Interest Rate) কমানোর নির্দেশ৷ তবে এদিন, বৃহস্পতিবার, ভোরেই অর্থমন্ত্রী ট্যুইট করে জানান যে, এই নির্দেশিকা প্রত্যাহার করা হচ্ছে৷ ভুল করে এই বিজ্ঞপ্তি করা হয়েছিল বলে ট্যুইটে জানান তিনি৷ গত অর্থবর্ষে স্বল্প সঞ্চয়ের সুদের (Small Scale Saving) হার যা ছিল, তা অপরিবর্তীত থাকছে৷ যার মানে, বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত যে সুদের হার ছিল, তাই বহাল থাকবে৷
বুধবার রাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিতে মাথায় হাত পড়ে সাধারণ মানুষের৷ জানানো হয় যে, ২০২১-২২ অর্থবর্ষে স্বল্প সঞ্চয়ের উপর সুদের হার আরও কমানো হচ্ছে৷ ১ এপ্রিল থেকে নতুন সুদের হার লাগু হওয়ার কথা ছিল৷ বুধবার রাতে জানানো হয় যে, ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এনএসসি (NSC) এবং পিপিএফ (PPF)-এর মতো স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ১.১ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে৷ ব্যাঙ্কের সুদের হার কমতে থাকাতেই পাল্লা দিয়ে স্বল্প সঞ্চয়েও সুদের হার কমানো হল, বলে বিজ্ঞপ্তিতে বলা হয়৷ এরপরই মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনা ওঠে দেশজুড়ে৷ আজ, সকালেই আসরে নামেন অর্থমন্ত্রী এবং আপাতত স্বস্তি মেলে তাঁর ট্যুইটে৷
Interest rates of small savings schemes of GoI shall continue to be at the rates which existed in the last quarter of 2020-2021, ie, rates that prevailed as of March 2021. Orders issued by oversight shall be withdrawn. @FinMinIndia @PIB_India
— Nirmala Sitharaman (@nsitharaman) April 1, 2021
বুধবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, এনএসসি, পিপিএফ, সিনিয়ার সিটিজেন স্কিমে (Senior Citizen Scheme) সুদের হার উল্লেখযোগ্য ভাবে কমানো হচ্ছে৷ এ ছাড়াও এই প্রথমবার সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ করার কথাও বলা হয়েছিল৷ টার্ম ডিপোজিটেও সুদের হার কমানোর কথা ঘোষণা করা হয়েছিল৷ কন্যাসন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি স্কিমেও (Sukanya Samriddhi Scheme)এক ধাক্কায় কমানো হয়েছিল সুদের হার৷ সুদের হার কমানোর কথা বলা হয়েছিল কিসান বিকাশ পত্রেও৷