Union Budget 2022: আপনি কি মোবাইল প্রেমী? এবারের বাজেটে আপনার জন্য বিরাট সুখবর!

Last Updated:

Union Budget 2022: এবারের বাজেটে মোবাইলের দাম কমার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

দাম কমছে মোবাইলের
দাম কমছে মোবাইলের
#নয়াদিল্লি: এবারের বাজেটকে (Union Budget 2022) জনমুখী করতে প্রায় সমস্ত খাতেই বিশেষ গুরুত্ব দিতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, বাজেট থেকে কৃষক ও দেশের তরুণ প্রজন্ম উপকৃত হবে। স্বনির্ভর ভারত থেকে ১৬ লক্ষ যুবককে চাকরি দেওয়া হবে। তবে, বিশেষ কিছু জিনিস ছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের তেমন দাম কমেনি। অবশ্য মোবাইল প্রেমীদের জন্য সুখবর। কারণ এবারের বাজেটে মোবাইলের দাম কমার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
এছাড়াও বিশেষভাবে সক্ষম মানুষদের করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে। কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এবার দাম কমছে পোশাকের৷ পাশাপাশি সস্তা হচ্ছে জুতো এবং চামড়াজাত দ্রব্যও৷ মোবাইলের পাশাপাশি দাম কমছে মোবাইলের চার্জারেরও।
advertisement
advertisement
পালিশ করা গয়না এবং পাথরের উপরে শুল্ক হার কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে৷ ফলে হিরে, জেম স্টোনের দামও এবার কমতে চলেছে। সস্তা হচ্ছে ইমিটেশনের গয়নাও৷ দাম কমেছে গ্রহরত্নেরও। কৃষি যন্ত্রপাতির দামও কমার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পেট্রোপণ্য যেমন কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যস, তরল পেট্রোলিয়াম গ্যাসর দাম কমছে।
advertisement
তবে দাম বাড়ছে ইস্পাতের দ্রব্যের। ফলে স্টিলের বাসনের দাম এবার বাড়তে চলেছে। ছাতার দাম বাড়তে চলেছে৷ কারণ ছাতার উপরে শুল্ক প্রায় কুড়ি শতাংশ বাড়ানো হয়েছে৷ বিদেশ থেকে আমদানি করা সমস্ত দ্রব্যের দামও বাড়তে চলেছে এবারের বাজেটে৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: আপনি কি মোবাইল প্রেমী? এবারের বাজেটে আপনার জন্য বিরাট সুখবর!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement