#নয়াদিল্লি: বৃহস্পতিবার বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী ব্যাড ব্যাঙ্ক-সহ (Bad Bank) একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ ১৭ সেপ্টেম্বর অর্থাৎ আগামিকাল জিএসটি কাউন্সিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ তাই তার আগে এদিনের সাংবাদিক বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷
জানা গিয়েছে, মন্ত্রিপরিষদের একটি সমিতি পেট্রোলিয়াম পণ্যের উপর জিএসটি লাগানোর উপর আলোচনা করবে। এর জেরে কনজিউমার প্রাইস (Consumers Prices) ও সরকারি রাজস্বে বড় বদল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (FM Nirmala Sitharaman on petrol and diesel )নেতৃত্বে মন্ত্রিপরিষদের এই বৈঠক ১৭ সেপ্টেম্বর পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র (Petrol price today) আওতায় আনার প্রস্তাব নিয়ে আলোচনা হবে ৷
এদিনের প্রেস কনফারেন্সে জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় নিয়ে আসার বিষয়ে জরুরি তথ্য দিতে পারেন অর্থমন্ত্রী ৷ এর পাশাপাশি, ব্যাড ব্যাঙ্ক (Bad Bank) নিয়ে ক্যাবিনেটে হওয়া সিদ্ধান্তের বিষয়েও জানাতে পারেন ৷
আইবিএ-কে দেওয়া হয়েছে ব্যাড ব্যাঙ্ক স্থাপন করার কাজ
ব্যাঙ্ক মালিকদের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন আইবিএ-কে ব্যাড ব্যাঙ্ক (Bad Bank) স্থাপিত করার কাজ দেওয়া হয়েছে ৷ ব্যাড ব্যাঙ্কের কাজ হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কের এনপিএ কিনে নেওয়া এবং সেই ঋণ উদ্ধার কিংবা বিক্রির চেষ্টা করে থাকে। এর জেরে অনাদায়ি ঋণের একটি বড় অংশ উদ্ধার করতে সুবিধা হবে। মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গেলে ব্যাড ব্যাঙ্ক চালু করার রাস্তা সহজ হয়ে যাবে ৷ এবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী ব্যাঙ্ক ব্যাঙ্ক স্থাপন করার বিষয়ে ঘোষণা করেছিলেন ৷
কী এই ব্যাড ব্যাঙ্ক ?
ব্যাড ব্যাঙ্ক নিয়ে একাধিক জায়গায় চর্চা চলছিল বেশ কয়েকদিন ধরেই ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন ব্যাড ব্যাঙ্ক কোনও ব্যাঙ্ক না ৷ একটি একটি অ্যাসেট রিকনস্ট্রাকশন সংস্থা (এআরসি)৷ ব্যাঙ্কের ঋণ এই সংস্থার কাছে ট্রান্সফার করে দেওয়া হবে ৷ এর জেরে ব্যাঙ্ক সহজেই বিপুল সংখ্যক মানুষকে লোন দিতে পারবে এবং এর জেরে দেশের আর্থিক গ্রোথ দ্রুত গতিতে বাড়বে ৷
ব্যাড ব্যাঙ্কের (Bad Bank) বিষয়টি নিয়ে দীর্ঘ দিন ধরে আলোচনা চলছে। যদি এ নিয়ে গভীরে পর্যবেক্ষণ করা যায় তাহলে দেখা যাবে, ভারতীয় ব্যাঙ্কিং সিস্টেমে এই মুহূর্তে NPA-এর মোট পরিমাণ ৮.৫ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্কের অনুমান, মার্চ মাস পর্যন্ত এই NPA-এর পরিমাণ বেড়ে ১২.৫ শতাংশ হয়ে যাবে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে এই পরিসংখ্যান ১৪.৭ শতাংশের কাছেও পৌঁছাতে পারে। এক্ষেত্রে জমা সম্পত্তি ফেরত আনার ক্ষেত্রে এগ্রিগেটর হিসেবে কাজ করে এই ব্যাড ব্যাঙ্ক সিস্টেম। অর্থাৎ এই ব্যাড ব্যাঙ্ক সিস্টেমের সাহায্যে ব্যাঙ্কগুলির উপর থেকে NPA-এর বোঝা কমানো যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bad Bank, Nirmala Sitharaman