New income tax slab: বার্ষিক কত আয়ে কত টাকা আয়কর? নতুন না পুরনো কাঠামো, কোন করদাতারা পাবেন সুবিধে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তবে পুরনো কর কাঠামোয় যাঁরা আয়কর দেন, তাঁদের জন্য কর কাঠামোয় কোনও পরিবর্তন আনেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷
নয়াদিল্লি: করদাতাদের জন্য বড় কোনও সুখবর দিলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ শুধুমাত্র নতুন কর কাঠামোয় সামান্য বার্ষিক আয়ের ক্ষেত্রে সামান্য কিছু ছাড় দিয়ে মধ্যবিত্ত করদাতাদের কিছুটা সুবিধা দিতে চেয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ তবে তিনি দাবি করেছেন, নতুন কর কাঠামোয় আয়করের নতুন হারে এবার থেকে একজন চাকরিজীবীর বছরে ১৭.৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোয় এতদিন ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর দিতে হত না৷ এবারেও সেই স্তর অপরিবর্তিত রয়েছে৷
advertisement
এতদিন বার্ষিক ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ কর দিতে হত৷ এবার থেকে বার্ষিক আয় ৩ থেকে ৭ লক্ষ টাকার মধ্যে হলে দিতে হবে ৫ শতাংশ আয়কর৷

advertisement
৬ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হত৷ বার্ষিক আয়ের সীমা ৭ থেকে ১০ লক্ষ টাকা হলেও এবার থেকে ১০ শতাংশ আয়করই দিতে হবে৷
বার্ষিক আয় ৯ থেকে ১২ লক্ষ টাকার পরিবর্তে এবার থেকে বাৎসরিক ১০ থেকে ১২ লক্ষ টাকা আয়ে দিতে হবে ১৫ শতাংশ আয়কর৷ ১৫ লক্ষ টাকা বার্ষিক আয়ের উপরে আগের মতোই ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে৷
advertisement
তবে পুরনো কর কাঠামোয় যাঁরা আয়কর দেন, তাঁদের জন্য কর কাঠামোয় কোনও পরিবর্তন আনেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্যই হল সব করদাতাকে নতুন কর কাঠামোর আওতায় নিয়ে আসা৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হল৷ পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডা ডিডাকশন ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার করা হল
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2024 1:07 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New income tax slab: বার্ষিক কত আয়ে কত টাকা আয়কর? নতুন না পুরনো কাঠামো, কোন করদাতারা পাবেন সুবিধে

