News18 Bangla Overtakes ABP Ananda: এবিপি আনন্দকে হারিয়ে বাংলা খবরের দুনিয়ায় সেরা News18বাংলা

Last Updated:

News18 Bangla Overtakes ABP Ananda: রাজ্য জুড়ে সমস্ত স্তরের দর্শকদের কাছে সঠিক , প্রয়োজনীও ও সাম্প্রতিক তথ্য তুলে দেওয়ার ক্ষেত্রে চ্যানেলের সাহসিকতাই এই সাফল্যের প্রতিরূপ হয়ে উঠে এসেছে৷

কলকাতা: বাংলার খবরের দুনিয়ায় সেরার শিরোপা News18 বাংলার৷ কিউমুলেটিভ রিচ ও মার্কেট শেয়ার, এই দুই বিচারের সকাল আটটার থেকে রাত আটটার মধ্যে সেরা বাংলার নিউজ চ্যানেল এটি৷ ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বার্ক)-এর সাম্প্রতিক প্রকাশিত তথ্যের ভিত্তিতে দেখা দিয়েছে, ঊর্ধমুখী News18 বাংলার সাফল্যের গ্রাফ তাকে প্রতিষ্ঠা করেছে বাংলা বাজারের সেরার সিংহাসনে৷
গত সাত সপ্তাহ জুড়ে ক্রমবর্ধমান সাফল্যের নিরিখে News18 বাংলা সর্বোচ্চ মার্কেট দখল করেছে৷ যথাক্রমে হারিয়ে দিয়েছে রিপাবলিক বাংলা, টিভি নাইন ও ২৪ ঘণ্টাকে ৫০.৬ শতাংশ, ৭১.৮ শতাংশ ও ১৮৮ শতাংশের বিচারে৷ পাশাপাশি দেখা গিয়েছে, এবিপি আনন্দের বিচারে News18 বাংলা কিউমুলেটিভ রিচ বেড়েছে মোট ২৭.৮ শতাংশ৷
advertisement
News18 বাংলা সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে মার্কেট শেয়ার বা বাজার ভগ্নাংশ দখলের ক্ষেত্রেও সেরার স্থান পেয়েছে৷ এটি বাণিজ্যের সবচেয়ে লোভনীয় স্থান হিসাবেও বিবেচিত হয়েছে৷ মার্কেট শেয়ারের ক্ষেত্রে এটি দখল করেছে ২৬.২ শতাংশ, পিছনে ফেলে দিয়েছে এবিপি আনন্দকে, যার হাতে রয়েছে ২৪.২ শতাংশ৷ ৷
advertisement
সবচেয়ে দ্রুত, সত্য ও প্রয়োজনীয় খবর পৌঁছে দেওয়ার এই যাত্রায় অবিরাম পরিশ্রম করে চলেছে News18 বাংলা৷ এ ক্ষেত্রে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় সংবাদকে, পাশাপাশি তুলে আনা হয়েছে দেশ ও বিদেশের নানারকম খবর ও দৃষ্টিভঙ্গী৷ বাংলার মাটিকে চষে ফেলে চ্যানেলের তুলে আনা খবরই চ্যানলকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে৷ রাজ্য জুড়ে সমস্ত স্তরের দর্শকদের কাছে সঠিক , প্রয়োজনীয় ও সাম্প্রতিক তথ্য তুলে দেওয়ার ক্ষেত্রে চ্যানেলের সাহসিকতাই এই সাফল্যের প্রতিরূপ হয়ে উঠে এসেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
News18 Bangla Overtakes ABP Ananda: এবিপি আনন্দকে হারিয়ে বাংলা খবরের দুনিয়ায় সেরা News18বাংলা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement