আজই দেশের বাজারে লঞ্চ করছে নতুন Tata Safari, জেনে নিন খুঁটিনাটি!

Last Updated:

প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, Tata Harrier-এর পর H5X কনসেপ্টের উপরে ভিত্তি করে বাজারে মুখ দেখাতে চলেছে 2021 Tata Safari।

#নয়াদিল্লি: ফের দেশের বাজারে ফিরছে Tata Safari। দিন কয়েক আগে এক ঘোষণায় আইকনিক Safari ব্র্যান্ডকে ফেরানোর কথা জানিয়েছিল গাড়িপ্রস্তুতকারী সংস্থা Tata Motors। সেই সূত্র ধরেই সাত ও ছয় সিটের ভ্যারিয়েন্টে বাজারে আসছে Tata Safari। প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, Tata Harrier-এর পর H5X কনসেপ্টের উপরে ভিত্তি করে বাজারে মুখ দেখাতে চলেছে 2021 Tata Safari। এবার এই নতুন গাড়ির ডিজাইন, ফিচার ও ইঞ্জিন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক!
গাড়িপ্রস্তুতকারী সংস্থার তরফে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে চারটি ভ্যারিয়েন্টে আসতে চলেছে Safari। এক্ষেত্রে Tata Harrier-এর মতোই ২,৭৪১ mm হুইল বেস রয়েছে নতুন Safari গাড়িতে। গাড়ির ইঞ্জিনও যথেষ্ট কর্মক্ষ। নতুন Safari গাড়িতে থাকছে ২.০-লিটার ক্রায়োটেক ডিজেল ইঞ্জিন (Kryotec Diesel Engine)। যা ১৭০ ps ও ৩৫০ nm টর্ক পর্যন্ত ক্ষমতা সরবরাহ করতে পারে। সঙ্গে থাকছে সিক্স স্পিড ম্যানুয়াল বা সিক্স স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন।
advertisement
https://www.youtube.com/watch?v=dezxRwN0CnM&feature=emb_title
advertisement
গাড়ির আউটলুকেও অল্পবিস্তর পরিবর্তন এসেছে। তবে Harrier মডেলেরই পরিবর্ধিত রূপ। ফ্রন্ট বাম্পার একই রকম থাকলেও রেয়ার বাম্পারের ডিজাইনে অল্প পরিবর্তন আনা হয়েছে। গাড়ির রুফ লাইনেও বদল এসেছে। উচ্চতা বাড়ার পাশাপাশি নতুন মডেলে গাড়ির ভিতরের জায়গাও একটু বেড়েছে। পিছনের দিকে নতুন ডিজাইনের LED টেল ল্যাম্প রয়েছে। উচ্চতার নিরিখে Harrier মডেলের থেকে ৬৩ mm ও ৮০ mm বড় Safari-এর নতুন মডেল। নতুন কালার অপশনেও মিলছে এই গাড়ি।
advertisement
নতুন গাড়ির ইন্টিরিয়রও বেশ আকর্ষণীয়। আগের মডেল অর্থাৎ Tata Harrier-এর মতো একই রকম ডিজাইন থাকবে Safari গাড়ির ড্যাশবোর্ডের। এক্ষেত্রে গাড়ির চালকের জন্য ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল সিট থাকবে। ইনফোটেইনমেন্ট নিয়ে কোনও চিন্তা নেই। কারণ গাড়ির মধ্যে থাকছে ৮.৮ ইঞ্চি ফ্লোটিং টাচ স্ক্রিন ও নতুন নাইন স্পিকার অডিও সিস্টেম। থাকছে কি-লেস এন্ট্রি সিস্টেম, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, প্যানোরমিক সানরুফ ও পুশ বাটন স্টার্ট সিস্টেম। ক্রেতাদের নজর কাড়তে পারে ইলেকট্রনিক হ্যান্ডব্রেক।
advertisement
ইতিমধ্যেই ৩০,০০০ টাকায় Safari SUV গাড়ির প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে লঞ্চের পরই বিশদে জানা যাবে গাড়ির দাম। অটো-এক্সপার্টদের মতে, Tata Harrier-এর মডেলের থেকে একটু বেশি দাম হতে পারে Tata Safari 2021 মডেলের। এক্ষেত্রে নতুন Tata Safari গাড়ির দাম হতে পারে ১৫ লক্ষ থেকে ২১ লক্ষ টাকার মধ্যে। MG Hector Plus নয়, Mahindra XUV500 সহ বেশ কয়েকটি গাড়িকে টেক্কা দিতে পারে এই গাড়ি।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজই দেশের বাজারে লঞ্চ করছে নতুন Tata Safari, জেনে নিন খুঁটিনাটি!
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement