এবার ধারে চড়ুন ওলা ক্যাব !
Last Updated:
সাধারণ মানুষের ভোগান্তি দুর করতে ‘ওলা ক্রেডিট’ পরিষেবা চালু করল ওলা ক্যাব সংস্থা ৷
#নয়াদিল্লি: হয়রানি চলছেই। এদিনও সেই চেনা ছবি। ব্যাঙ্কের সামনে লম্বা লাইন। এটিএমে নো ক্যাশ বোর্ড। অপেক্ষা করতে করতে অধৈর্য্য গ্রাহকরা।
খুচরো না থাকায় যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে ৷ সাধারণ মানুষের ভোগান্তি দুর করতে ‘ওলা ক্রেডিট’ পরিষেবা চালু করল ওলা ক্যাব সংস্থা ৷ ওলা ক্যাবে যাত্রা করার কয়েকদিন পর টাকা দিতে পারবে গ্রাহকরা ৷ ওলা ক্যাবে যাত্রা করার সাত দিন পর টাকা দেওয়ার সুবিধা থাকবে নতুন এই পরিষেবায় ৷ এটা অনেকটা পোস্ট পেড পরিষেবার মতো ৷ নোট সংকটে যখন সারা দেশের মানুষকে হয়রানির মুখে পড়তে হচ্ছে, তখন এই পরিষেবা তাদের অনেক সমস্যায় দুর করবে বলে মনে করা হচ্ছে ৷ ৫০০ ও ১০০০ নোট বাতিল হওয়ার পর থেকেই কুচরোর আকাল দেখা দিয়েছে দেশজুড়ে ৷
advertisement
ওলার চিফ মার্কেটিং অফিসার ও ডিভিশন হেড রঘুবংশ স্বরূপ জানিয়েছেন, ‘শহরের মানুষের যাতায়াতে যাতে কোনও প্রভাব না পরে নোট সংকটের সেটাই মূল উদ্দেশ্য ওলা সংস্থার ৷’
advertisement
এই পরিষেবা ব্যবহার করতে বুক করার সময় ওলা ক্রেডিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে ৷ এরপর এক সপ্তাহের মধ্যে তাদের বিল দিতে হবে ৷ নেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ওলা ক্রেডিটের টাকা দিতে পারবেন গ্রাহকরা ৷ ভারতকে ক্যাশলেস ইকোনমি করতে সাহায্য করবে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷
advertisement
এর আগেও একটি নতুন পরিষেবা লঞ্চ করেছিল ওলা ৷ এর মাধ্যমে ওলা অ্যাপ ছাড়া গুগল সার্চ থেকে বুক করা যেতে পারে ওলা ক্যাব ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2016 1:53 PM IST