আসছে নয়া হাই-স্পিড ইলেকট্রনিক স্কুটার; দেখে নিন Okinawa Okhi 90-র ফিচার!

Last Updated:

দেখে নেওয়া যাক Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90 এর কয়েকটি ফিচার।

#নয়াদিল্লি: Okinawa কোম্পানি ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার। Okinawa কোম্পানির সেই নতুন স্কুটারের নাম হল Okhi 90। Okinawa কোম্পানির তরফে এখনও অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে ২০২২ সালের ২৪ মার্চ ভারতে লঞ্চ করা হতে পারে এই নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার। নতুন নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটারে রয়েছে আধুনিক ও উন্নত ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90 এর কয়েকটি ফিচার।
এক চার্জে ১৫০ কিমির সফর -
Okinawa কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ইলেকট্রিক স্কুটারের মধ্যে এটি সবথেকে সেরা হতে চলেছে। কারণ Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হয়েছে হাই টেক ফিচার। Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90 এক চার্জে যেতে পারে প্রায় ১৫০ কিমি। এছাড়াও Okhi 90 ইলেকট্রিক স্কুটারে রয়েছে আকর্ষণীয় ফিচার। Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90-তে ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি। এই স্কুটারের টপ স্পিড হল ৮০ কিমি।
advertisement
advertisement
অন্যান্য ফিচার -
Okinawa হল দেশের টপ ১০ ইলেকট্রিক স্কুটার ম্যানুফ্যাকচার কোম্পানির মধ্যে একটি। Okinawa তাদের ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করে হাইটেক ফিচার এবং শক্তিশালী ব্যাটারি। এছাড়াও Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90-তে রয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন, ভেহিকেল অ্যালার্ট, সাইড বিহেবিয়ার অ্যানালিসিস এর মত ফিচার।
advertisement
উৎপাদন -
Okinawa কোম্পানির নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90 ম্যানুফ্যাকচার করা হবে রাজস্থানে অবস্থিত থিবারি প্লান্টে। Okhi 90 হবে রাজস্থানে অবস্থিত থিবারি প্লান্টে তৈরি প্রথম ইলেকট্রিক স্কুটার। বর্তমানে Okinawa কোম্পানি প্রতি বছর প্রায় ৩ লাখ ইলেকট্রিক স্কুটার তৈরি করতে সক্ষম। কিন্তু আগামী দিনে এই প্রোডাকশন প্রতি বছর প্রায় ১০ লাখ করা হবে।
advertisement
ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজার ধরার জন্য Okinawa কোম্পানি নিয়ে আসতে চলেছে তাদের নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90। ক্রমাগত তেলের দাম বেড়ে চলার জন্য অনেকেই এখন ঝুঁকছে ইলেকট্রিক গাড়ির দিকে। এর ফলে বেড়ে চলেছে ইলেকট্রিক স্কুটারের চাহিদা। এই বিষয়টি মাথায় রেখে Okinawa কোম্পানি ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন হাই স্পিড ইলেকট্রিক স্কুটার Okhi 90।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আসছে নয়া হাই-স্পিড ইলেকট্রনিক স্কুটার; দেখে নিন Okinawa Okhi 90-র ফিচার!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement