New Business Idea|| চড়চড়িয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালান্স, সাফল্য আসবে কোন ফুল চাষে, জানলে চমকে যাবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
New Business Idea Flower cultivation: সরকারিভাবে মালদহ জেলায় বিকল্প চাষ হিসাবে ফুল চাষে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জেলা উদ্যান পালন দফতর।
#মালদহ: ফুলের চাহিদা বারো মাস। পুজো থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফুলের প্রয়োজন। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ সাজানোর জন্য বিভিন্ন প্রজাতির ফুলের ব্যবহার করা হচ্ছে। যার যার এ দিনের পর দিন ক্রমশ বাড়ছে বিভিন্ন প্রজাতির ফুলের চাহিদা।
তবে মালদহ জেলায় ফুল চাষ একেবারে হয় না বললেই চলে। আমদানি করা ফুলের ওপরে নির্ভরশীল জেলার বাসিন্দারা। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মালদহ জেলায় ফুল আমদানি করা হয়ে থাকে। সেই ফুলগুলি জেলার বিভিন্ন বাজারে বিক্রি হয়। বাইরে থেকে ফুল আমদানি করায় অতিরিক্ত দামে বিক্রি হয় সেগুলি। দিনের পর দিন ফুল আমদানির পরিমাণ বেড়েই চলেছে এমনটাই দাবি ব্যবসায়ীদের।
advertisement
আরও পড়ুনঃ ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড়! ভারীবৃষ্টির সতর্কতা! সাইক্লোন নিয়ে বড় নির্দেশ দিল নবান্ন
মালদহ জেলা জুড়ে বিভিন্ন প্রজাতির ফুলের চাহিদা বাড়তে থাকায় এবার সরকারিভাবে মালদহ জেলায় বিকল্প চাষ হিসাবে ফুল চাষে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জেলা উদ্যান পালন দফতর। মালদহ জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে ইতিমধ্যে 'আত্মা' প্রকল্পের মাধ্যমে চাঁচল ব্লকে প্রদর্শনী ক্ষেত্র হিসেবে গ্র্যাডিওলাস ফুল চাষ শুরু করা হয়েছে। ৪-৫জন কৃষককে এই ফুলের বীজ ইতিমধ্যে প্রদান করা হয়েছে। শীতের মরসুমেই এই ফুল চাষ হয়ে থাকে। এমনকি বাজারেও এই ফুলের চাহিদা রয়েছে। এছাড়াও অন্যান্য প্রজাতির ফুল চাষ নিয়ে কৃষকদের মধ্যে আগ্রহ বাড়াতে প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা উদ্যান পালন দফতর।
advertisement
advertisement
আরও পড়ুনঃ করুণাময়ী ফের অগ্নিগর্ভ! চাকরিপ্রার্থীদের সমর্থনে DYFI SFI প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার! সোচ্চার সোশ্যাল মিডিয়া...
মালদহ জেলার বিভিন্ন প্রান্তে গত কয়েক বছর ধরে ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু কৃষক নিজেদের উদ্যোগেই গাঁদা ফুল চাষ শুরু করেছেন। মালদহ জেলা উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলায় প্রায় ১১২ হেক্টর জমিতে গাঁদা ফুল চাষ হয়। অন্যান্য ফুল তেমন চাষ হয় না। তবে জেলায় বিভিন্ন প্রজাতির ফুল চাষের সূচনা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে উদ্যান পালনকর্তারা।
advertisement
আগামী আর্থিক বছরে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় জেলার ফুল চাষ নিয়ে আসা হবে। এই প্রকল্পে মালদহ জেলায় নতুন করে ফুল চাষ করার পরিকল্পনা নেওয়া হবে। আগামীতে বিকল্প চাষ হিসাবে ফুলের চাষ শুরু হলে কৃষকরা লাভবান হবেন। কারণ মালদহ জেলায় নিয়মিত যে পরিমাণ ফুলের চাহিদা রয়েছে বর্তমানে তার পুরোটাই আমদানি করা হচ্ছে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে।
advertisement
Harashit Singha
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 21, 2022 5:06 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea|| চড়চড়িয়ে বাড়বে ব্যাঙ্ক ব্যালান্স, সাফল্য আসবে কোন ফুল চাষে, জানলে চমকে যাবেন