Multibagger Stocks: আড়াই টাকা থেকে বেড়ে ১২৬ টাকা, মাত্র ২ বছরে ১ লাখ হয়েছে ৫০ লাখ, এই স্টক কিনেছেন?
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Multibagger Stocks: যাঁরা ঝুঁকি নিতে ভয় পান না, এই টিপস ব্যবহার করে শেয়ার মার্কেটে তাঁরা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন।
Multibagger Stocks: পেনি স্টকে বিনিয়োগ সবসময়ই ঝুঁকিপূর্ণ। কারণ এই ধরনের স্টকে ওঠানামা খুব বেশি। তাই নতুন বিনিয়োগকারীদের পেনি স্টক এড়িয়ে যাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। তবে অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলেন, কোনও শেয়ারে টাকা ঢালা আসলে ব্যবসায় টাকা ঢালার মতোই। এক্ষেত্রে ব্যবসা ছোট না বড় সেটা বিবেচ্য নয়। আসল কথা হল সেই ব্যবসা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারবে কিনা সেটা দেখা। তাহলেই টাকা উঠে আসবে। যাঁরা ঝুঁকি নিতে ভয় পান না, এই টিপস ব্যবহার করে শেয়ার মার্কেটে তাঁরা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন।টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেড বা টিটিএমএল শেয়ারগুলি এর জ্বলন্ত উদাহরণ।
এই স্টকের উত্থান দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। মাত্র ২ বছরে ৪৯০০ শতাংশ বেড়েছে এই মাল্টিব্যাগার স্টক। মাত্র ২.৫০ টাকা থেকে পৌঁছেছে ১২৬ টাকায়।
টিটিএমএল-এর শেয়ার মূল্যের ইতিহাস: নতুন বছর অর্থাৎ ২০২২-এর শুরু থেকেই টাটা গ্রুপের এই স্টকটি ক্রমাগত পড়ছে। গত এক মাসে এই টেলিকম স্টক প্রায় ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে। ১৯৫ টাকা থেকে এর দাম নেমে হয়েছে ১২৬ টাকা। ইয়ার-টু-ডেট দেখলে টিটিএমএল-এর শেয়ারের দাম ২১৫ টাকা থেকে ১২৬ টাকায় নেমে এসেছে।
advertisement
advertisement
আরও পড়ুন - ১৩ বছরে ৬ কোটি টাকার মূলধন, কোন মিউচুয়াল ফান্ডে কত বিনিয়োগ করলে মিলবে? দেখে নিন!
অর্থাৎ এই সময়ের মধ্যে দাম কমেছে ৪৫ শতাংশ। তবে গত ৬ মাসের পরিসংখ্যানে চোখ বোলালে বোলালে দেখা যাবে এর আশ্চর্য উত্থান। এই সময়ে মাল্টিব্যাগার পেনি স্টকটি ৬৭ টাকা থেকে বেড়ে ১২৬ টাকায় পৌঁছেছে। অর্থাৎ প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি। একইভাবে গত এক বছরে টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেডের স্টক ১২.৭৫ টাকা থেকে ১২৬ টাকায় পৌঁছেছে, যা প্রায় ৮৫০ শতাংশ বৃদ্ধি।
advertisement
একইভাবে টিটিএমএল-এর শেয়ারের মূল্য ২.৫০ টাকা(এনএসই-তে ৩০ এপ্রিল ২০২০-এ বন্ধ হওয়ার সময় পর্যন্ত) থেকে ১২৬ টাকায় (৪ মে ২০২২-এ বন্ধ হওয়ার সময় পর্যন্ত) পৌঁছেছে। অর্থাৎ ২ বছরে প্রায় ৫০ গুণ বেড়েছে।
আরও পড়ুন - পোস্ট অফিসের দুরন্ত স্কিম! ১০ বছরের সন্তানের নামে খুলুন অ্যাকাউন্ট পান ২,৫০০ টাকা
বিনিয়গের উপর প্রভাব: টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেডের শেয়ার মূল্যের ইতিহাস থেকে বোঝা যায়, এক মাস আগে এই স্টকে ১ লাখ
advertisement
টাকা বিনিয়োগ করলে আজ তা কমে ৬৫ হাজার হয়ে যেত। তবে যদি ৬ মাস আগে এই মাল্টিব্যাগার পেনি স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করা হত তাহলে আজ তা বেড়ে ১.৮০ লাখ টাকা হত। একইভাবে যদি কেউ ১ বছর আগে টাটা গ্রুপের এই স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তিনি ৯.৫০ লাখ টাকার মালিক হয়ে যেতেন।
advertisement
আর যদি ২ বছর আগে অর্থাৎ শেয়ার প্রতি দাম ২.৫০ টাকা ছিল সেইসময় কেউ যদি ১ লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তা ৫০ লাখে পরিণত হত।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2022 11:35 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stocks: আড়াই টাকা থেকে বেড়ে ১২৬ টাকা, মাত্র ২ বছরে ১ লাখ হয়েছে ৫০ লাখ, এই স্টক কিনেছেন?