Mukesh Ambani To Nvidia CEO: 'এআই-এর মাধ্যমে বিশ্বকে চমকে দেবে ভারত', Nvidia সিইওকে বললেন মুকেশ আম্বানি
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Mukesh Ambani To Nvidia CEO: মুম্বইয়ে এআই সামিটে Nvidia-এর সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলার সময় আম্বানি বলেন, “ভারত হবে বিশ্বের অন্যতম বৃহৎ বুদ্ধিমত্তার বাজার। এখানে যুব শক্তি আছে, যারা এআইকে দারুণভাবে কাজে লাগিয়ে সাফল্য এনে দিতে পারে।”
advertisement
মুম্বই : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ আম্বানি বৃহস্পতিবার বলেছেন, ভারত আগামী কয়েক বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বকে চমক দিতে প্রস্তুত। মুম্বইয়ে এআই সামিটে Nvidia-এর সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথা বলার সময় আম্বানি বলেন, “ভারত হবে বিশ্বের অন্যতম বৃহৎ বুদ্ধিমত্তার বাজার। এখানে যুব শক্তি আছে, যারা এআইকে দারুণভাবে কাজে লাগিয়ে সাফল্য এনে দিতে পারে।”
advertisement
ভারতের তরুণ জনগণের উপর আলোচনার সময় আম্বানি বলেন, “ভারত এমন একটা দেশ, যে সবসময় ভালো কিছু করে দেখানোর চেষ্টা করে। আমাদের দেশের গড় বয়স ৩৫ বছরের নিচে। আমাদের অর্থনীতিকে শুধু নতুন প্রযুক্তি নয়, ভালো করার ইচ্ছাশক্তিও পরিচালিত করছে। আমাদের মধ্যে কাঁচা প্রতিভা রয়েছে। ভারত দ্রুত শিল্পের জগতে অন্যতম স্তম্ভ হয়ে উঠছে৷ আমরা মহাকাশ গবেষণা করছি, আমরা চিপ তৈরি করছি৷”
advertisement
আম্বানি আরও বলেন, ভারত সৌভাগ্যবান যে এখানে “দূরদর্শী নেতা” হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন। তাঁর কথায়, “আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এটি একটি নতুন ভারত, যে দেশের সবসময় ভালো কিছু করার ইচ্ছা আছে৷ ডিজিটাল সমাজে ভারতকে রূপান্তরিত করার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ।”
হুয়াংয়ের সঙ্গে ভারতের এআই ভিশন নিয়ে আলোচনা করার সময়, আম্বানি বলেন, কিভাবে জিও সব ভারতীয়দের জন্য তথ্য প্রবেশযোগ্য এবং সস্তা করেছে এবং একইভাবে এআইকে সস্তা এবং উপলব্ধ করতে চাইছে।
advertisement
আম্বানি বলছিলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন ছাড়া, আজ ভারতে সেরা ডিজিটাল সংযোগের পরিকাঠামো রয়েছে। জিও ভারতকে ৮ বছরে ১৫৮ থেকে ১ নম্বরে নিয়ে গেছে। আমরা বিশ্বে বৃহত্তম তথ্য কোম্পানি। জিওতে, আমরা এ বছর ১৬ হেক্সাবাইট তথ্য সরবরাহ করেছি। আমেরিকায় গড় তথ্যের দাম প্রতি জিবিতে ৫ ডলার, গোটা বিশ্বে গড় ৩.৫ ডলার। ভারতে জিও প্রতি জিবিতে ১৫ সেন্টে তথ্য সরবরাহ করে৷” এরপর তিনি আরও যোগ করে বলেন, “কৃত্তিম বুদ্ধিমত্তাকে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তুলতে একে আরও সস্তা করে তুলতে হবে৷ জিওর সেই চেষ্টাই এখন করছে৷”
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মার্ক জুকারবার্গের ভূয়সী প্রশংসা করেন, যিনি এআইকে আরও প্রবেশযোগ্য করার জন্য লামা ওপেন সোর্স নিয়ে এসেছেন। তিনি বলেন, “এটি করার জন্য জুকারবার্গ ইতিহাসে নাম লিখবেন।”
জেনসেন হুয়াং বলেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং Nvidia ভারতে এআই পরিকাঠামো গঠনের জন্য অংশীদারিত্ব করছে। “এটি ভারতের জন্য একটি চমৎকার সুযোগ, কারণ এখানে বড় জনসংখ্যা এবং প্রচুর কম্পিউটার ইঞ্জিনিয়ার রয়েছে। এটি সত্যিই অসাধারণ সময়। আপনার সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমি গর্বিত,” হুয়াং জানান আম্বানিকে। তিনি আরও বলেন, “শুধু এক বছরের মধ্যে, বছরের শেষের দিকে, আমাদের এখানে ভারতের কম্পিউট ক্ষমতা প্রায় ২০ গুণ বাড়বে৷”
advertisement
আম্বানি সবশেষে জানিয়েছেন, “আমরা আশা করি নভিডিয়া প্রত্যাশা মতোই ভালো মানের এআই পরিকাঠামো সরবরাহ করবে, ঠিক যেমন জিও টেলিকমে করেছে।”
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 24, 2024 5:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mukesh Ambani To Nvidia CEO: 'এআই-এর মাধ্যমে বিশ্বকে চমকে দেবে ভারত', Nvidia সিইওকে বললেন মুকেশ আম্বানি