Moneycontrol Success: ১ মিলিয়ন পেইড সাবস্ক্রাইবার, মানিকন্ট্রোল প্রো-এর মুকুটে নয়া পালক, অভিনন্দন জানালেন আর্থিক জগতের খ্যাতনামীরা

Last Updated:

Moneycontrol success: ২০১৯ সালে চালু হয় মানিকন্ট্রোল প্রো। প্রথম বছরেই প্ল্যাটফর্মকে আপন করে নেন ১০ হাজার গ্রাহক। তারপর থেকে শুধুই এগিয়ে যাওয়ার আখ্যান।

মানিকন্ট্রোলের সাফল্য।
মানিকন্ট্রোলের সাফল্য।
মানিকন্ট্রোল প্রো-এর মুকুটে নয়া পালক। দেশের সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্মের পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা ১ মিলিয়ন ছাড়িয়ে গেল। যা ভারতের ইতিহাসে মাইলস্টোন। প্রতি মুহূর্তে গবেষণা, বিশ্লেষণ এবং তথ্য সমৃদ্ধ খবর পাঠকের দরবারে পৌঁছে দেওয়ার এটাই পুরস্কার। এই অভাবনীয় কীর্তি স্থাপনের জন্য মানিকন্ট্রোল প্রো-কে অভিনন্দন জানিয়েছেন আর্থিক জগতের দিকপাল ব্যক্তিত্বরা।
২০১৯ সালে চালু হয় মানিকন্ট্রোল প্রো। প্রথম বছরেই প্ল্যাটফর্মকে আপন করে নেন ১০ হাজার গ্রাহক। তারপর থেকে শুধুই এগিয়ে যাওয়ার আখ্যান। পরবর্তী পাঁচ বছরে বৃদ্ধি হয়েছে ১০ গুণ। বর্তমানে মানিকন্ট্রোল প্রো ভারতের বৃহত্তম সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এই ধরণের সেরা ১৫টি ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে নিজের অবস্থানকে শক্তিশালী করেছে মানিকন্ট্রোল প্রো।
advertisement
advertisement
নতুন রেকর্ডের জন্য মানিকন্ট্রোল প্রো-কে অভিনন্দন জানিয়েছেন কোটাক মহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নীলেশ শাহ। তিনি বলেছেন, “মানিকন্ট্রোল প্রো যখন যাত্রা শুরু করে, তখন কে ভেবেছিল ১ মিলিয়ন পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে যাবে! এটা আপনাদের গবেষণার গুণমান, অ্যাপ চালানোর সহজতার ফসল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ব্যবহারের সময় গ্রাহক রিওয়ার্ড পান।”
advertisement
একই কথা বলেছেন হেলিওস ক্যাপিটালের প্রতিষ্ঠাতা সমীর আরোরা। ফ্রি কনটেন্টের দুনিয়ার ১ মিলিয়নের বেশি পেইড সাবস্ক্রাইবারের মাইলফলক ছোঁয়ার জন্য মানিকন্ট্রোল প্রো-কে যাবতীয় কৃতিত্ব দিয়ে তিনি বলেছেন, “ইন্টারনেটে এখন ফ্রি কনটেন্টের যুগ। সেই সময়ে দাঁড়িয়ে মানিকন্ট্রোল প্রো-এর ১ মিলিয়নের বেশি পেইড সাবস্ক্রাইবার পাওয়াটা আশ্চর্যজনক। আমি দীর্ঘদিন ধরে মানিকন্ট্রোল প্রো-এর একজন ইউজার এবং ফলোয়ার।”
advertisement
মাহিন্দ্রা গ্রুপের গ্রুপ সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর অনীশ শাহ মানিকন্ট্রোল প্রো-এর ব্যাপক কভারেজের প্রশংসা করে বলেছেন, “আপনাদের বিপুল কভারেজ এবং গভীর বিশ্লেষণ সবসময় উপভোগ করি। যা নিঃসন্দেহে আরও অনেক মাইলফলক নিয়ে আসবে। এই মাইলফলক এবং ভবিষ্যতের সাফল্যের জন্য মানিকন্ট্রোলের টিমকে শুভ কামনা।”
advertisement
এডেলউইস গ্রুপের সহ প্রতিষ্ঠাতা এবং মানিকন্ট্রোলের নিয়মিত পাঠক রাশেশ শাহ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মানিকন্ট্রোল প্রো-কে। তবে তাঁর দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম। তিনি বলছেন, “যাঁরা ভারতীয় বাজার এবং ভারতীয় অর্থনীতির সমস্ত খবর এবং বিশ্লেষণ জানতে চান, তাঁদের এই সাইটে আসতেই হবে। আমি আত্মবিশ্বাসী যে এটা ভবিষ্যতের আরও বৃদ্ধির পথে মাইলফলক হয়ে থাকবে। অনেক অনেক বছর ধরে দূর্দান্ত কনটেন্ট এবং অসাধারণ বিশ্লেষণ পাব আমরা।”
advertisement
মানিকন্ট্রোল প্রো টিমকে অভিনন্দন জানিয়ে জিকোয়ান্ট এবং ফার্স্ট গ্লোবালের প্রতিষ্ঠাতা শঙ্কর শর্মা বলেছেন, “আপনাদের দূর্দান্ত সাফল্য কামনা করি। দীর্ঘ বছর যাবত আপনাদের যাত্রাপথ অব্যাহত থাকুক।”
মানিকন্ট্রোল প্রো-এর কনটেন্টের গুনগত মানের ভূয়সী প্রশংসা করেছেন পিবি ফিনটেকের চেয়ারম্যান এবং গ্রুপ সিইও ইয়াশিস দাহিয়া। তিনি বলছেন, “আজকের দিনে ইন্টারনেটে এক মিলিয়নের বেশি পেইড সাবস্ক্রাইবার পাওয়া মুখের কথা নয়। গ্রাহকদের পয়সা উশুল হচ্ছে, এটা তার প্রমাণ। তাঁরা পকেটের টাকা খরচ করছেন। পরিবর্তে যে গভীর এবং সূক্ষ বিশ্লেষণ পাচ্ছেন তাতে যে তাঁদের লাভ হচ্ছে সেটা স্পষ্ট। আমি মনে করি, এটা সবে শুরু। এই প্ল্যাটফর্ম আরও বাড়বে, আরও ভাল করবে।”
advertisement
একই কথা বলছেন মার্সেলাস ইনভেস্টমেন্ট ম্যানেজার-এর প্রতিষ্ঠাতা এবং সিইও সৌরভ মুখার্জি। তাঁর মতে, “ভারতে প্রিমিয়াম স্টক মার্কেট কনটেন্ট এবং উচ্চ মানের ইক্যুইটি গবেষণার জন্য লোকে টাকা খরচ করছে, এটা অনেক বড় কথা। আমি একই সঙ্গে স্তম্ভিত এবং আনন্দিত। মানিকন্ট্রোল প্রো-এর সবাইকে অভিনন্দন।”
Moneycontrol Pro-এর পেওয়ালড কনটেন্ট Moneycontrol-এ পাওয়া যায়, যা ভারতের সবচেয়ে বড় ব্যবসা, বাজার এবং আর্থিক প্ল্যাটফর্ম। প্রতি মাসে ৯০ মিলিয়ন ইউনিক ভিজিটর এবং ৮ মিলিয়নেরও বেশি সক্রিয় অ্যাপ ইউজার রয়েছেন। এতে পার্সোনাল লোন, ফিক্সড ডিপোজিট বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড, স্টক পোর্টফোলিও ট্র্যাক করা, সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা থেকে শুরু করে প্ল্যাটফর্মে ক্রেডিট স্কোর পরীক্ষা করার সুযোগ পান গ্রাহকরা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Moneycontrol Success: ১ মিলিয়ন পেইড সাবস্ক্রাইবার, মানিকন্ট্রোল প্রো-এর মুকুটে নয়া পালক, অভিনন্দন জানালেন আর্থিক জগতের খ্যাতনামীরা
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement