Moneycontrol Pro ফিনান্সিয়াল ফ্রিডম অফারে এখনই লাভ করতে পারেন ১৫ হাজার টাকা

Last Updated:

মানি কন্ট্রোল নিজের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে কন্টেন্ট ও ১৫ হাজার টাকার আকর্ষক অফার

#নয়াদিল্লি: স্বাধীনতার মাস অগাস্ট ৷ স্বাধীনতা দিবসের আগেই অভিনব ভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে Moneycontrol Pro ৷ মানি কন্ট্রোল নিজের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে কন্টেন্ট ও ১৫ হাজার টাকার আকর্ষক অফার ৷ প্রো-এর সঙ্গে এই উপায়ে গ্রাহকেরা পেতে যেতে পারেন অর্থনৈতিক স্বাধীনতা ৷ ১৫,০০০ টাকার এই অফার পেতে ক্লিক করুন https://www.moneycontrol.com/promos/pro.php লিঙ্কে ৷
অগাস্টে মাসে যেসব গ্রাহক সাইন আপ করবেন তারাই অফারের সুবিধা পাবেন ৷ প্রতিদিন মাত্র এক টাকা খরচেই মানি কন্ট্রোল প্রো সাবক্রাইব করতে পারবেন গ্রাহকেরা ৷ অর্থাৎ একবছরের জন্য খরচা মাত্র ৩৬৫ টাকা ৷ অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা মানি কন্ট্রোলের ওয়েবসাইটে এই অফারের ফায়দা নেওয়ার জন্য কুপন কোড FREEDOM365 ব্যবহার করতে হবে ৷
advertisement
Moneycontrol Pro, আসলে Network18 & Media Investments Ltd-এর সাবস্ক্রিপশন বেসড ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম ৷ এখনও পর্যন্ত এতে ২,৫০,০০০ অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছেন ৷ ২১ এপ্রিল ২০১৯ সালে এটি লঞ্চ করা হয় ৷ তারপর থেকে সবচেয়ে দ্রুত বেড়ে চলা সাবস্ক্রিপশন প্রোডাক্ট হয়ে উঠেছে মানি কন্ট্রোল প্রো ৷
advertisement
প্রো এর মাধ্যমে পাঠকেরা নির্ভরযোগ্য, গবেষণা ভিত্তিক, অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ সমৃদ্ধ পছন্দসই আর্টিক্যাল পাবেন ৷ প্রো-এর প্রধান উদ্দেশ্যই হল সাবস্ক্রাইবারদের সঠিক তথ্য ও খবর দেওয়া, যাতে তারা নির্ভুলভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন ৷এই কথা মাথায় রেখেই Moneycontrol Pro ফিনান্সিয়াল ফ্রিডম প্যাকেজ তৈরি করা হয়েছে ৷ এতে পাওয়া যাবে-
advertisement
১. PayTM First Corporate Pack : তিনমাস এতে ব্যবহারের জন্য কোনও টাকা লাগবে না
২.Tata Cliq : ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট
৩.Intermiles : এই অফারে প্রত্যেক ইউজার পাবেন ৩৬৫ মাইল
৪. Gamechangers by Ambareesh Baliga : অম্বরীশ বালিগার ডেলি ডোজ অ্যাডভাইস এবং ইনসাইট পাবেন ৪৫ দিন অবধি বিনামূল্যে ৷
৫.Indiacharts : তিন মাস পর্যন্ত দেখতে পারবেন ইন্ডিয়া চার্টস
advertisement
৬. Prashant Shah : ৪৫ দিন পর্যন্ত ফ্রিতে পাবেন প্রশান্ত শাহের Gamechanger
৭. Shubham Agarwal : শুভম আগরওয়ালের এক্সক্লুসিভ Webinar
অফারের জন্য ক্লিক করুন এখানে https://www.moneycontrol.com/promos/pro.php
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Moneycontrol Pro ফিনান্সিয়াল ফ্রিডম অফারে এখনই লাভ করতে পারেন ১৫ হাজার টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement