১ বছর পূর্ণ Moneycontrol Pro-র, সাবস্ক্রাইবারদের আরও উন্নত পরিষেবা দেওয়াই লক্ষ্য

Last Updated:

প্রিমিয়াম এই প্ল্যাটফর্মের এখন মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে মানুষের কাছে নির্ভরযোগ্য ও রিসার্চ করা সঠিক তথ্য তুলে ধরা ৷

#নয়াদিল্লি: এক বছর পূর্ণ হল নেটওয়ার্ক 18 গ্রুপের প্রিমিয়াম ফাইন্যান্সিয়াল কনটেন্ট সাবস্ক্রিপশন Moneycontrol Pro এর ৷ এপ্রিল ২০১৯ এই প্ল্যাটফর্মটি লঞ্চ করা হয় ৷ তার পর থেকেই ডিজিটাল ব্যবসা ও ফাইন্যন্সিয়াল ক্ষেত্রে দ্রুত গতিতে সফল হয়ে ওঠে এই সাবস্ক্রিপশন প্রোডাক্ট ৷ খুব অল্প সময়ের মধ্যেই তাদের সাবক্রাইবার সংখ্যা হয়ে যায় ১,৬০,০০০  ৷
প্রিমিয়াম এই প্ল্যাটফর্মের এখন মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে মানুষের কাছে নির্ভরযোগ্য ও রিসার্চ করা সঠিক তথ্য তুলে ধরা ৷ পাশাপাশি অ্যাডভাইসার হিসেবে ব্যবহারকারীদের কাছে রিসার্চ করা বিশ্লেষণ পৌঁছে দেওয়ায় তাদের লক্ষ্য  ৷ সম্প্রতি মার্কেটে Moneycontrol Pro এখন সবচেয়ে পছন্দের ফাইন্যান্সিয়াল নিউজ ও তথ্যের প্ল্যাটফর্ম ৷ সংস্থার তরফে জানানো হয়েছে দর্শকদের ভরসা ও বিশ্বাসের জেরেই এই মাইলস্টোনে তারা পৌঁছতে পেরেছে ৷ এবং দর্শকদের আস্থায় তাদের প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করেছে এগিয়ে যাওয়ার জন্য ৷ এই প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক প্রিমিয়াম পরিষেবা দেওয়া হয় ৷
advertisement
বিনিয়োগকারীদের শুধুমাত্র একজন রিসার্চ অ্যানালিস্ট হিসেবে নয়,কাউকে কোনও পরামর্শ দেওয়ার আগে, টিমের মধ্যে ব্রেনস্টর্মিং সেশন হয় ৷বিনিয়োগকারীদের বিভিন্ন সংস্থা ও স্টক সম্পর্কে ওয়াকিবহল করতে সাহায্য করেছে এই প্ল্যাটফর্ম যাতে বিনিয়োগকারীরা সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন ৷ যে সমস্ত ওপিনিয়ন এখানে প্রকাশিত হয় তাতে অর্থনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন পলিসি সংক্রান্ত একটি পরিষ্কার ছবি তুলে ধরা হয় সাবস্ক্রাইবারদের কাছে ৷ 'Personal Finance' সেকশন আবার মিউচ্যুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করা উচিত সেই বিষয়ে সাবক্রাইবারদের সাহায্য করতে ৷
advertisement
advertisement
করোনা ভাইরাসের জেরে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে তাতে বিনিয়োগকারীদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে মানিকন্ট্রোল প্রো ৷ আগে থেকেই এর কী প্রভাব পড়তে চলেছে গুরুত্বপূর্ণ সেক্টরে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে বিনিয়োগকারীদের
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ বছর পূর্ণ Moneycontrol Pro-র, সাবস্ক্রাইবারদের আরও উন্নত পরিষেবা দেওয়াই লক্ষ্য
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement