Moneycontrol beats The Economic Times: সেরার সেরা! ব্যবসা-বাণিজ্যের খবরের জগতে ইকনমিক টাইমসকে পিছনে ফেলে শীর্ষে মনিকন্ট্রোল

Last Updated:

Moneycontrol beats The Economic Times: কমস্কোর মাল্টিপ্ল্যাটফর্ম (ভারত)-এর (Comscore data) ফেব্রুয়ারি ২০২২-এর রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে ৷

Moneycontrol beats The Economic Times, becomes the No. 1 financial news destination
Moneycontrol beats The Economic Times, becomes the No. 1 financial news destination
কলকাতা: বড় খবর ! ব্যবসা-বাণিজ্যের খবরের জগতে মনিকন্ট্রোল এখন ভারতের এক নম্বর ৷ ব্যবসা সংক্রান্ত আপ-টু ডেট বা সমস্ত লেটেস্ট খবরের সেরা প্ল্যাটফর্ম এখন Moneycontrol ৷ ‘দ্য ইকনমিক টাইমস’ (The Economic Times)-কে হারিয়ে এখন শীর্ষস্থানে উঠে এসেছে মনিকন্ট্রোল (Moneycontrol beats The Economic Times (ET) ৷ কমস্কোর মাল্টিপ্ল্যাটফর্ম (ভারত)-এর (Comscore data) ফেব্রুয়ারি ২০২২-এর রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে ৷
মনিকন্ট্রোল ভারতের সেরা ফাইন্যান্সিয়াল নিউজ প্ল্যাটফর্মের মধ্যে পড়ে ৷ Comscore data অনুযায়ী মনিকন্ট্রোল ইকনমিক টাইমস-সহ বাকি সবাইকে পিছনে ফেলে এখন সেরার সেরা ৷ ওয়েবসাইটের ট্র্যাফিক প্যারামিটারে ইউনিক ভিজিটারই আসল কথা ৷ তার বিচারেই র‍্যাঙ্ক নির্ধারণ করা হয় ৷ মনিকন্ট্রোল ইউভি বা ইউনিক ভিজিটারের বিচারে ফেব্রুয়ারির রিপোর্টে ৪২.৩৯ মিলিয়ন ৷ দ্বিতীয় স্থানে রয়েছে ইকনমিক টাইমস (৪১.৬৫ মিলিয়ন) ৷
advertisement
advertisement
মনিকন্ট্রোলের সব মিলিয়ে ভিউজ ৩৭৮ মিলিয়ন ৷ যা ইকনমিক টাইমস (১৯২ মিলিয়ন) থেকে ৯৭ শতাংশ বেশি ৷ টোটাল টাইম স্পেন্ট (টোটাল মিনিটস ইন কমস্কোর) ১৩৮২ মিনিট যা ইকনমিক টাইমস থেকে ৩২৯ শতাংশ বেশি ৷ গড় মিনিট প্রতি ভিজিটর হল ৩২.৬ মিনিট ৷ যা ইকনমিক টাইমস (৭.৭) থেকে ৩২৩ শতাংশ বেশি ৷ নম্বর কখনও মিথ্যা কথা বলে না ৷ আর এর বিচারেই বোঝা যাচ্ছে ব্যবসা-বাণিজ্যের খবরের জগতে সেরার সেরা এখন মনিকন্ট্রোলই ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Moneycontrol beats The Economic Times: সেরার সেরা! ব্যবসা-বাণিজ্যের খবরের জগতে ইকনমিক টাইমসকে পিছনে ফেলে শীর্ষে মনিকন্ট্রোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement