কলকাতা: বড় খবর ! ব্যবসা-বাণিজ্যের খবরের জগতে মনিকন্ট্রোল এখন ভারতের এক নম্বর ৷ ব্যবসা সংক্রান্ত আপ-টু ডেট বা সমস্ত লেটেস্ট খবরের সেরা প্ল্যাটফর্ম এখন Moneycontrol ৷ ‘দ্য ইকনমিক টাইমস’ (The Economic Times)-কে হারিয়ে এখন শীর্ষস্থানে উঠে এসেছে মনিকন্ট্রোল (Moneycontrol beats The Economic Times (ET) ৷ কমস্কোর মাল্টিপ্ল্যাটফর্ম (ভারত)-এর (Comscore data) ফেব্রুয়ারি ২০২২-এর রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে ৷
মনিকন্ট্রোল ভারতের সেরা ফাইন্যান্সিয়াল নিউজ প্ল্যাটফর্মের মধ্যে পড়ে ৷ Comscore data অনুযায়ী মনিকন্ট্রোল ইকনমিক টাইমস-সহ বাকি সবাইকে পিছনে ফেলে এখন সেরার সেরা ৷ ওয়েবসাইটের ট্র্যাফিক প্যারামিটারে ইউনিক ভিজিটারই আসল কথা ৷ তার বিচারেই র্যাঙ্ক নির্ধারণ করা হয় ৷ মনিকন্ট্রোল ইউভি বা ইউনিক ভিজিটারের বিচারে ফেব্রুয়ারির রিপোর্টে ৪২.৩৯ মিলিয়ন ৷ দ্বিতীয় স্থানে রয়েছে ইকনমিক টাইমস (৪১.৬৫ মিলিয়ন) ৷
মনিকন্ট্রোলের সব মিলিয়ে ভিউজ ৩৭৮ মিলিয়ন ৷ যা ইকনমিক টাইমস (১৯২ মিলিয়ন) থেকে ৯৭ শতাংশ বেশি ৷ টোটাল টাইম স্পেন্ট (টোটাল মিনিটস ইন কমস্কোর) ১৩৮২ মিনিট যা ইকনমিক টাইমস থেকে ৩২৯ শতাংশ বেশি ৷ গড় মিনিট প্রতি ভিজিটর হল ৩২.৬ মিনিট ৷ যা ইকনমিক টাইমস (৭.৭) থেকে ৩২৩ শতাংশ বেশি ৷ নম্বর কখনও মিথ্যা কথা বলে না ৷ আর এর বিচারেই বোঝা যাচ্ছে ব্যবসা-বাণিজ্যের খবরের জগতে সেরার সেরা এখন মনিকন্ট্রোলই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Moneycontrol