গতকালের রেকর্ড পতনের পর বাড়ল টাকার দাম,নিফটি উঠল ১০,০০০ এর উপরে

Last Updated:
#মুম্বই: গতকালের পতনের রেকর্ডের পর আজকে সুখবর আন্তর্জাতিক বাজারে ডলারের সাপেক্ষে বাড়ল ভারতীয় টাকার দাম । আজ টাকার দাম বেড়েছে ২৯ পয়সা-এই মুহূর্তে টাকা দাঁড়িয়ে ডলার প্রতি ৭৩.৮৩ -এ । এছাড়াও নিফটি সূচক উঠেছে ১০,৩০০ লেভেল ।
প্রায় ৫৭২.৪৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স । নিফটি বেড়েছে ১.৭১ % হারে ।  গতকালের ২৭২ টি শেয়ারে পতনের সাপেক্ষে আজ ১,৬৪০টি শেয়ারের সূচক বৃদ্ধি পেয়েছে । অপরিবর্তিত রয়েছে ১,৫১৯ টি শেয়ার । এই মুহূর্তে সেনসেক্স দাঁড়িয়ে ৩৪৫৭৩.৬১- এ।
গতকালের পর থেকে আপাতত স্থিত রয়েছে অপরিশোধিত তেলের দাম । ডলারের দাম গত কয়েক সপ্তাহের তুলনায় সামান্য কমার কারণেই আন্তর্জাতিক বাজারে আজ উঠেছে টাকার দাম ।
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গতকালের রেকর্ড পতনের পর বাড়ল টাকার দাম,নিফটি উঠল ১০,০০০ এর উপরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement