Money Making Tips: শুধুমাত্র মরশুমে নয়, বছরের চারবার গাঁদা ফুল চাষ করে লাভবান হচ্ছেন মালদহের কৃষক

Last Updated:

Money Making Tips: বছরের চারবার গাঁদা ফুল চাষ করছেন মালদহের কৃষক, অন্যান্য ফসলের তুলনায় ভাল লাভ হচ্ছে

+
গাঁদা

গাঁদা চাষ

মালদহ: গতানুগতিক চাষে লাভ নেই। তাই সমস্ত কিছু ছেড়ে শুরু করেছিলেন গাঁদা ফুলের চাষ। এখন সারা বছর গাঁদা চাষ করেই জীবিকা নির্বাহ করছেন মালদহের মোথাবাড়ির ফুল চাষি নকুল মন্ডল। এক সময় বছরের নিদির্ষ্ট সময় অর্থাৎ শীতের মরশুমে গাঁদা চাষ করতেন। তারপর এই চাষে লাভ হওয়ায় এখন বছরে চার বার গাছের চারা রোপন করছেন।
একবার গাছ লাগানোর পর প্রায় তিন থেকে চার মাস ফুল ফোটে। সেই গাছ মারা গেলে আবার তিনি সেই জমি নতুন করে তৈরি করে পুনরায় গাঁদা ফুলের চারা রোপন করেন। এই ভাবেই বছরে চারবার তিনি গাঁদা চাষ করছেন। অন্যান্য ফসলের চেয়ে গাঁদা চাষে লাভ বেশি হচ্ছে।
advertisement
advertisement
ফুল বিক্রির জন্য জেলার বাইরে কোথাও যেতে হচ্ছে না। বর্তমানে মালদহ শহরেই বছরের প্রতিটা সময় গাঁদা ফুলের ব্যাপক চাহিদা। তাই তিনি তার জমিতে উৎপাদিত গাঁদা ফুল সারা বছর মালদহ শহরের ফুল মার্কেটে বিক্রি করে আসছেন।
অন্যান্য ফসল চাষের থেকে গাঁদা ফুল চাষের খরচের পরিমাণও কম। এমনকি গাঁদা ফুলের গাছ গবাদি পশু খেয়ে ফেলে না। এতে করে এই ফসল চাষে অনেকটাই সুবিধা হচ্ছে। গাঁদা ফুল চাষি নকুল মন্ডল বলেন, অন্যান্য ফসল চাষ করে দেখেছি লাভ খুব একটা বেশি হয় না। গত ১৫ বছর ধরে গাঁদা ফুল চাষ করছি। এই ফুলের লাভ হচ্ছে। বছরে চারবার ফুলের চাষ করছি।
advertisement
শুধুমাত্র গাঁদা ফুল চাষের আগে জৈব সার দিয়ে জমি তৈরি করতে হয়। জমিতে যেন কীট পতঙ্গের আক্রমণ না হয় সেই বিষয়টি নজর রাখতে হয়। চারা গাছ লাগানোর পর গোবর সার সহ অন্যান্য রাসায়নিক সার দিয়ে সঠিক পরিচর্যা করলেই গাছে ফুল ফুটতে শুরু করে। কাছে প্রায় তিন মাস ধরে ফুল হয়।
advertisement
বিভিন্ন প্রজাতির গাঁদা ফুলের চাষ তিনি বর্তমানে করছেন। অন্যান্য ফসল চাষের চেয়ে এই ফসল চাষ করে লাভবান হচ্ছেন ব্যাপক। বিগত প্রায় ১৫ বছর ধরে তাই তিনি শুধুমাত্র গাঁদা ফুল চাষ করে আসছেন তার কয়েক বিঘা জমিতে। আগামীতে এই গাঁদা ফুলি চাষ করতে চান তিনি। কারণ গাঁদা ফুল চাষে লাভের পরিমাণ বেশি বলে জানান ফুল চাষী নকুল মন্ডল।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: শুধুমাত্র মরশুমে নয়, বছরের চারবার গাঁদা ফুল চাষ করে লাভবান হচ্ছেন মালদহের কৃষক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement