Money Making Tips: স্বল্প সময়ে বাদাম চাষে মোটা টাকা উপার্জন ! দেখে নিন কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Money Making Tips: বীজ বপনের ২৪ থেকে ৩০ দিনের মধ্যে বাদাম গাছে ফুল আসে। চীনাবাদামের চাষে ভাল ফলন হয়।
উত্তর দিনাজপুর: দিন প্রতিদিন বাড়ছে চীনাবাদাম চাষে আগ্রহ! কীভাবে করা হয় চীনাবাদাম চাষ।চীনাবাদাম চাষ করে বাড়বে জমির উর্বরতা শক্তি! বাদাম চাষে কৃষকদের উৎসাহ দিচ্ছে চোপড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্র। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে বিনামূল্যে কৃষকদের মধ্যে শুরু হয়েছে চীনা বাদাম বিতরণ।
উত্তরদিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে গঞ্জে শীত পড়তেই শুরু হয়ে যায় চীনাবাদাম চাষ।চীনাবাদাম একটি স্বল্পমেয়াদি অর্থকরী ফসল। কাঁচা ও ভাজা তো বটেই চানাচুর, কেক, বিস্কুট, তরকারি, ও তেল তৈরিতে চীনাবাদাম ব্যবহার করা হয়। স্বাস্থ্য সুরক্ষায় চীনাবাদামের রয়েছে নানা রকমের উপাদান। বাদাম চাষে ভাল নিকাশি ব্যবস্থা প্রয়োজন।
advertisement
advertisement
এছাড়া হাল্কা, ঝুরঝুরে দোঁয়াশ মাটিতে বাদাম চাষ করা উচিত।।চীনাবাদাম আশ্বিন মাসের মাঝামাঝি থেকে কার্তিক মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বীজ বোনা উত্তম।বাদামের ভাল ফলন পেতে জমি ভালভাবে ৩-৪ বার চাষ বা মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। খোসা ছাড়ানোর ২-৫ দিনের মধ্যে বীজ বপন করা যায়। সাধারনত চীনাবাদামের বীজ সারিতে বোনা উচিত।এক সারি থেকে আরেক সারির দূরত্ব হবে ৪৫ সেমি এবং এক বীজ থেকে আরেক বীজের দূরত্ব হবে ১৫ সেমি।
advertisement
বীজ বপনের ২৪ থেকে ৩০ দিনের মধ্যে বাদাম গাছে ফুল আসে।চীনাবাদামের চাষে ভাল ফলন হয়। প্রতি বিঘা জমিতে চীনাবাদাম চাষে ৫ হাজার টাকা খরচ হয়েছে। এবং জমিতে ২৫-৩০ হাজার টাকা লাভ হবে। তাই স্বল্প সময়ে চীনাবাদাম চাষ করে মোটা টাকা উপার্জন করুন।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2024 7:29 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: স্বল্প সময়ে বাদাম চাষে মোটা টাকা উপার্জন ! দেখে নিন কীভাবে