Money Making Tips: বন্ধ চা বাগানের শ্রমিকরা খুঁজে পেলেন আয়ের নয়া দিশা! ছাতা-কাপড়ে করছেন সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, মিলছে ভাল টাকা

Last Updated:

শুধু দুটি কুঁড়ি ও একটি পাতার মধ্যে সীমাবদ্ধ নয়। চা শ্রমিকরা স্বনির্ভর হচ্ছে। কেউ ছাতা আবার কেউ কাপড়ে নকশা এঁকে স্বনির্ভরতার পথ খুঁজে পাচ্ছেন। সরকারি সাহায্যে এক শিবির থেকে তারা এই প্রশিক্ষণ নিয়েছেন।

+
ছাতায়

ছাতায় নকশা

কালচিনি, অনন্যা দে: শুধু দু’টি কুঁড়ি ও একটি পাতার মধ্যে সীমাবদ্ধ নয়। চা শ্রমিকরা স্বনির্ভর হচ্ছে। কেউ ছাতা আবার কেউ কাপড়ে নকশা এঁকে স্বনির্ভরতার পথ খুঁজে পাচ্ছেন। সরকারি সাহায্যে এক শিবির থেকে তারা এই প্রশিক্ষণ নিয়েছেন। মধু চা বাগানের মহিলা চা শ্রমিকরা খুঁজে নিয়েছেন আয়ের বিকল্প পথ।
কেউ নানা হাতের কাজের মাধ্যমে ডিজাইন করছে শাড়িতে, কেউ আবার জামা, ছাতা ও ব্যাগে। সম্প্রতি বাগানে এক সরকারি শিবিরে অংশগ্রহণ করে বন্ধ মধু চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই মধু চা বাগানের একাধিক শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্যরা মিলে তৈরি করেছে সমবায় সমিতি। যেখানে নিজের হাতে তৈরি গয়না, জৈব সার তৈরি করে বিক্রির পর আদিবাসী-সহ অন্যান্য সম্প্রদায়ের পোশাক বিক্রির জন্য ইতিমধ্যেই ‘বাগানিয়ার বাজার’ অর্থাৎ, চা শ্রমিকদের নিজস্ব বাজার বলে একটি দোকানও খুলেছেন তারা।
advertisement
advertisement
এবার এই সমবায়ের উদ্যোগে ও সরকারি সাহায্যে আয়োজিত হয় হস্তশিল্পের বিশেষ শিবির। যেখানে বন্ধ বাগানের শ্রমিক ও শ্রমিক পরিবারের মেয়েরা নিজেদের হাতের কাজের মাধ্যমে শাড়ি, জামা, ছাতা, ব্যাগে নকশা করছেন। আর আগামীতে এই সকল সামগ্রী শ্রমিক মহল্লার মেয়েদের তরফে তৈরি ‘বাগানিয়ার বাজারের’ মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানানো হয়। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন মেলায় চলে যাবেন তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর ফলে শুধু বাগানে সীমাবদ্ধ না থেকে শ্রমিক ও তার পরিবারের সদস্যদের অন্য কর্মসংস্থানও পথও খুলবে বলে আশাবাদী উদ্যোক্তারা। সরস্বতী তির্কি নামের এক যুবতী জানান, “বাগান কখন খোলে আর কখন বন্ধ হয় তা বলা মুশকিল। আমরা নিজেদের বাগানের কাজে আটকে রাখতে চাই না। আমরা হাতের কাজ শিখছি।”
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: বন্ধ চা বাগানের শ্রমিকরা খুঁজে পেলেন আয়ের নয়া দিশা! ছাতা-কাপড়ে করছেন সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, মিলছে ভাল টাকা
Next Article
advertisement
FIFA World Cup 2026 Groups: চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ, সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা? দেখে নিন
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ: সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা?
  • চূড়ান্ত হল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ

  • সহজ গ্রুপে ব্রাজিল ও আর্জেন্টিনা, ‘গ্রুপ অফ ডেথ’-এ কারা?

  • দেখে নিন একনজরে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ বিন্যাস

VIEW MORE
advertisement
advertisement