Money Making Tips: ছাগল চাষে ভাল আয়! সংসার সামলাচ্ছেন সুন্দরবনের মহিলারা

Last Updated:

Money Making Ideas: সুন্দরবনের বহু মহিলা এখন ছাগল চাষে সফল। সংসার সামলেই করছেন এই কম খরচের পশুপালন, যা থেকে প্রতি মাসে হচ্ছে মোটা টাকা আয়।

+
ছাগল

ছাগল পালনে ব্যস্ত সুন্দরবনের মহিলারা 

উত্তর ২৪ পরগনা : সুন্দরবনের গ্রামে ছাগল চাষে স্বনির্ভরতার দিশা, ঝর্ণা-চামেলির গল্প অনুপ্রেরণা।  সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম। এখানে নেই বড় কলকারখানা, নেই কোনও দফতর বা আদালত। নদী-খাল-বিল আর ম্যানগ্রোভের বনের মাঝে মাছের ভেড়ি ঘেরা গ্রাম্য পরিবেশে দিন কাটে মানুষের। সেই এলাকাতেই সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের মতো অঞ্চলের গৃহবধূরা এবার স্বনির্ভরতার দিশা খুঁজে নিয়েছেন ছাগল চাষের মাধ্যমে।
প্রাচীনকাল থেকেই পশুপালন মানুষের জীবিকার অংশ। বর্তমান সময়ে দাঁড়িয়েও পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়া সম্ভব, তা প্রমাণ করছেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের ঝর্ণা মণ্ডল, চামেলি গায়েনরা। উন্নত প্রজাতির ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে তারা ঘরে বসেই আয় করছেন। প্রথমে দু-চারটি ছাগল দিয়ে শুরু করেছিলেন।
advertisement
advertisement
কয়েক বছর ঘুরতেই এখন তাদের কাছে ৪০-৫০টি করে ছাগল রয়েছে। বিক্রি করে ভাল মুনাফা পাচ্ছেন তারা।  তবে তবে তার কাছে বেশিরভাগ ব্ল্যাক বেঙ্গল ছাগল থাকলেও ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাশাপাশি বেশ কিছু বিদেশি প্রজাতির ছাগলও আছে।
advertisement
সুন্দরবন এলাকার গ্রামের বধুরা বর্তমান সময়ে স্বাবলম্বী হওয়ার জন্য সরকারিভাবে ছাগল বা তার খাদ্য প্রদান করা হয়। কিন্তু চামেলী গায়েনেদের দাবি যদি কোন রকম ভাবে সরকারি সহযোগিতা পান তাহলে তিনি আরও বড় পরিসরে ছাগল চাষ করতে পারবেন। তবে সুন্দরবনের মতো প্রত্যন্ত গ্রাম্য এলাকায় এভাবে ছাগল চাষে স্বনির্ভরতা এলাকার অনেক মানুষই তাকে কুর্নিশ জানিয়েছেন।
advertisement
জুলফিকার মোল্যা 
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ছাগল চাষে ভাল আয়! সংসার সামলাচ্ছেন সুন্দরবনের মহিলারা
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement