Money Making Ideas: গোলাপ ফুল থেকেই জীবনে আসছে সাফল্য ! হাতে আসবে মোটা টাকা

Last Updated:

Money Making Ideas: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পরিচিতি ফুল দিয়েই। সারা বছরই এখানে নানা ধরনের ফুল ফোটে।

+
প্রিজার্ভ

প্রিজার্ভ ও কাস্টমাইজ গোলাপ

পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পরিচিতি ফুল দিয়েই। সারা বছরই এখানে নানা ধরনের ফুল ফোটে। তবে এবার শুধুমাত্র ফুল চাষ নয়। ফুল সংরক্ষণের মাধ্যমে সফল ব্যবসার পথ দেখাচ্ছে পাঁশকুড়ার দুই যুবক। গোলাপ ফুল সংরক্ষণের মাধ্যমেই খুঁজে পেয়েছে নতুন পেশা। প্রিয়জনকে উপহার দিতে চান? সেটা যদি হয় টাটকা ফুল, কাস্টমাইজড, তাহলে তো আর কথাই নেই। প্রিজার্ভ ফ্লাওয়ার ব্যবসার নতুন দিশা দেখাচ্ছে। পাঁশকুড়া যুবক শ্রীকান্ত মাইতি ও প্রদীপ বাগ। তারা গোলাপ ফুল প্রিজার্ভ ও কাস্টমাইজড করে বাজারজাত করছেন।
প্রিয়জনকে গোলাপ ফুল উপহার দিতে ভালবাসার না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ভালবাসার অন্যতম উপহার হলগোলাপ। বাজার থেকে কাঁচা গোলাপ কিনেই প্রিয়জনকে উপহার দেওয়া হয়। কিন্তু সেই গোলাপ দু’দিন পরেই শুকিয়ে যায়। কিন্তু এবার বাজারে প্রিজার্ভ ও কাস্টমাইজ গোলাপ সেই সমস্যা দূর করবে। বিশেষ পদ্ধতিতে বাজার থেকে কাঁচা গোলাপ কিনে এনে প্রিজার্ভ ও কাস্টমাইজ করে বাজারজাত করছেন পাঁশকুড়ার মেচগ্রামের বাসিন্দা শ্রীকান্ত মাইতি ও প্রদীপ বাগ। তাঁদের দাবি এই পদ্ধতিতে গোলাপ ফুল প্রায় দুই থেকে তিন বছর ভাল থাকবে। গোলাপ ফুলের এই বিশেষভাবে কাস্টমাইজ ও সংরক্ষণ ব্যবসার নতুন পথ খুলে দিয়েছে।
advertisement
advertisement
কিভাবে হচ্ছে টাটকা ফুল প্রিজার্ভ ও কাস্টমাইজ। শ্রীকান্ত মাইতি জানান, প্রথমে বাজার থেকে ভাল জাতের গোলাপ সংগ্রহ করা হয়। তারপর সেই ফুলকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পুরো রং বিহীন করে তোলা হয়। তারপর নির্দিষ্ট পদ্ধতি মেনে কাস্টমারের চাহিদা অনুযায়ী ফুলের রং করা হয়। এরপর ফুলটি দীর্ঘ দিন সংরক্ষণের জন্য নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা হয়। কিছু রাসায়নিক ও কিছু অর্গানিক প্রোডাক্টের মাধ্যমে ফুলটি সংরক্ষণ করা হয়। সবশেষে একটি স্বচ্ছ কাঁচের পাত্রে মধ্যে দিয়ে ফুলটিকে গিফট আইটেমে রূপান্তরিত করে বাজারজাত করা হয়।
advertisement
ভারতীয় বাজারে কাস্টমাইজ ও প্রিজার্ভ ফুল চীন থেকে আমদানি করা হয়। ভারতে তারাই প্রথম গোলাপ ফুলের সংরক্ষণ ও কাস্টমাইজ করছে। গোলাপ ফুল প্রিজার্ভ ও কাস্টমাইজ করতে খরচ প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা। গোলাপ ফুল প্রিজার্ভ ও কাস্টমাইজ করে গিফট আইটেম বানিয়ে বাজারজাত করছেন ৩০০ থেকে ৩৫০ টাকায়।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: গোলাপ ফুল থেকেই জীবনে আসছে সাফল্য ! হাতে আসবে মোটা টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement