Money Making Ideas: ধান-সবজি ছেড়ে এখন অল্প খরচে লেবু চাষে করে বিপুল লাভ করছেন কৃষকরা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Money Making Ideas: আগে ধান ও সবজি ফলাতেন, এখন কম খরচে লেবু চাষ করেই লাভের মুখ দেখছেন বহু কৃষক। জল, জমি ও পরিশ্রম কম, অথচ রিটার্ন দ্বিগুণ। লেবু চাষে কীভাবে সফল হবেন জেনে নিন ।
পুরুলিয়া : পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামীণ এলাকা গুলোতে কৃষিকাজের ধরন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আগে যেখানে কৃষকরা মূলত ধান কিংবা সবজি চাষেই সীমাবদ্ধ ছিলেন, এখন আধুনিক চাষ পদ্ধতির ছোঁয়ায় তারা এগিয়ে আসছেন বিকল্প ও লাভজনক চাষের দিকে। এরই মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠেছে লেবু চাষ!
অল্প খরচে সারাবছর ফল পাওয়া যায় বলে এটি অনেক কৃষকের কাছে এখন আয়ের এক নতুন দিশা হয়ে উঠেছে। ফলে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াই নয়, এই চাষ নতুন প্রজন্মকেও কৃষিকাজে উৎসাহিত করছে।
পুরুলিয়া জেলার রঘুনাথপুরের আড়রা গ্রামের কৃষক বাবলু দাস এখন এই পরিবর্তনের এক অনুপ্রেরণাদায়ক মুখ।
advertisement
advertisement
প্রথাগত পদ্ধতিতে ধান চাষ করলেও নিজের বাড়ির জমিতে তিনি আজ থেকে প্রায় আড়াই-তিন বছর আগে কিছু লেবুর গাছ লাগান। সে সময় এই চাষ কতটা ফলপ্রসূ হবে তা তিনি নিজেও জানতেন না। তবে ধীরে ধীরে গাছ বড় হতে শুরু করে, এবং গত এক-দু’বছর অল্প পরিমাণে ফল আসলেও, এবছর তার গাছগুলো যেন সোনা ফলাতে শুরু করেছে।
advertisement
বাবলু দাস জানান, “শুরুতে খুব একটা আশাবাদী ছিলাম না। কিন্তু এখন দেখছি, এই লেবু চাষ থেকেই নিয়মিত একটা আয় হচ্ছে। বাজারে ভাল দামও পাচ্ছি।”
বর্তমানে বাবলু আরও কিছু লেবুর গাছ লাগানোর পরিকল্পনা করছেন তার বাড়ির বাগানে। পাশাপাশি গ্রামের আরও কয়েকজন যুবকও তার দেখান পথে হাঁটতে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি দফতরের পরামর্শ ও প্রশিক্ষণ পেলে এই উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে বলে মনে করছেন তিনি।
advertisement
লেবু চাষ এখন শুধু একটি পেশাই নয়, বরং পুরুলিয়ার মতো খরাপ্রবণ অঞ্চলের কৃষকদের জন্য হয়ে উঠছে একটি টেকসই জীবিকার পথ। বাবলু দাসের মত উদ্যোগী তরুণদের হাত ধরেই বদলে যেতে পারে গ্রামীণ অর্থনীতির ছবি।
advertisement
শান্তনু দাস
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 4:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: ধান-সবজি ছেড়ে এখন অল্প খরচে লেবু চাষে করে বিপুল লাভ করছেন কৃষকরা