Money Making: শখকেই ব্যবসায় রূপান্তর, কলেজ পাশ ছাত্রী যা করেন, জানলে অবাক হবেন
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Money Making: ফেলে দেওয়া নানান জিনিস দিয়ে তৈরি করছেন ঘর সাজানোর জিনিস, কলেজ পাশ ছাত্রীর ভাবনা অবাক করবে।
পশ্চিম মেদিনীপুর: অন্যদের মত ছোট থেকে ছবি আঁকা শিখত সে। তবে বড় হতেই সেই ইচ্ছেকে ক্রমেই পেশাতে পরিণত করেছেন এই যুবতী। পড়ার অবসরে, নিজের সৃজনশীল ভাবনায় হয়েছেন স্বনির্ভর। হাতের কাজ তৈরি এবং ছবি আঁকার প্রতি শখ থাকায় সামান্য কিছু জিনিস এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে তুলছেন নানান ধরনের শোপিস, বাজারে বিক্রি করে মিলছে মুনাফা। সামান্য বয়সেই কলেজ পাশ করার পর নিজের শখকে ক্রমে পেশায় পরিণত করে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন এই কলেজ পাশ ছাত্রী। ছোট থেকেই তার ছবি আঁকার প্রতি শখ। ছোট থেকেই শেখা ছবি আঁকা।
উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ভর্তি হয়েছিল ছবি আঁকা নিয়ে। এবার নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন ফেলে দেওয়া জিনিস, ক্লে দিয়ে তৈরি করছে নানান ধরনের গৃহসজ্জার জিনিস।ছবি আঁকার পাশাপাশি বিভিন্ন ধরনের শো-পিস, বিভিন্ন গয়না। ছবি এঁকে একদিকে যেমন নিজের শখ পূরণ করছেন, তেমনই হাতে বানান এই সকল জিনিস অনলাইন এবং অফলাইন মাধ্যমে বিক্রি করে লাভের মুখ দেখছেন তিনি। শুধু তাই নয় অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা। বাঁধা ধরা নিয়মে না থেকে, নিজের স্বাধীনতায় হাতের কাজ করে মাসে আয় উপার্জনের পথ খুঁজে নিয়েছেন এই কলেজ পাশ যুবতী।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা, ঈপ্সিতা কর।ছোটবেলার শখ এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছে প্রতিদিন। যেমন ফেলে দেওয়া বোতলে কাগজ কিংবা টিস্যু পেপার জড়িয়ে তার উপর রং করে ফুটিয়ে তুলছে বিভিন্ন ধরনের শো-পিস। এছাড়াও ফেলে দেওয়া স্টিলের ঘটিকে রং করে নতুনত্ব দিয়েছে সে, মাটির সরার উপর এঁকেছে নানান ছবি। মুরাল আর্ট থেকে ক্লে গয়না বাড়িতেই বানিয়ে তুলেছে সে। তার হাতের রং তুলি ছোঁয়ায় যেন প্রতিটি ছবি প্রাণবন্ত হয়ে ওঠে। ইতিমধ্যেই প্রায় কুড়িরও বেশি ধরনের শো-পিস রয়েছে তার কাছে। এছাড়াও গ্রাহকদের চাহিদা মত বানিয়ে দিচ্ছে বিভিন্ন জিনিস।
advertisement
একদিকে যেমন ফেলে দেওয়া কিংবা ভেঙে যাওয়া নানান জিনিসকে যেমন নতুন রূপ দিচ্ছে, তেমনই তার নিত্য নতুন জিনিস তৈরি সকলের কাছে বেশি পছন্দের হয়ে উঠছে। এই শিল্পের প্রতি অনুরাগ ও ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। যখন সকলে চাকরির পিছনে ছুটে তখন চাকরি ছেড়ে দিয়ে এসে তার এই শিল্প চেতনাকে কুর্নিশ জানিয়েছেন শিল্পীরা।
advertisement
রঞ্জন চন্দ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 4:45 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making: শখকেই ব্যবসায় রূপান্তর, কলেজ পাশ ছাত্রী যা করেন, জানলে অবাক হবেন