#নয়াদিল্লি: সাধারণত বেশির ভাগ ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ ও অন্যান্য আর্থিক কাজকর্মের জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক ৷ কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ১০ ডিজিটের প্যান নম্বর হওয়া বাধ্যতামূলক করা হয়েছে ৷ আপনারও যদি প্যান নম্বর থাকে তাহলে বেশ কিছু কাজ সহজেই হয়ে যাবে ৷ কিন্তু তার সঙ্গে এটাও জেনে রাখা অত্যন্ত জরুরি, প্যান কার্ড নিয়ে ভুল করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ৷
একজনের কাছে একের বেশি প্যান কার্ড থাকলে সেগুলি সারেন্ডার করতে হবে ৷ না করলে তাদের জরিমানা দিতে হতে পারে ৷ পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
প্যান কার্ডে ভুল তথ্য দিলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬২-র সেকশন ২৭২ (বি) অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ৷ এছাড়া ভুল তথ্য দেওয়ার জন্য আয়কর বিভাগের তরফে কার্ড বাতিল করা হতে পারে ৷
আপনার কাছে একাধিক প্যান কার্ড থাকলে অনলাইন বা অফলাইনে আপনি সেটি সারেন্ডার করতে পারবেন ৷ অনালইন সারেন্ডার করার জন্য আয়কর বিভাগের ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in-এ লগ ইন করতে হবে ৷
অনলাইন সারেন্ডার করার জন্য অনলাইনে ফর্ম ফিলআপ করে প্যান কার্ডের স্ক্যান কপি জমা দিতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Duplicate Pan Card, Income Tax Department, Pan Card, Permanent Account Number