প্যান কার্ড নিয়ে এই ভুল করলে দিতে হতে পারে ১০০০০ টাকার পর্যন্ত জরিমানা...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আপনার কাছে একাধিক প্যান কার্ড থাকলে অনলাইন বা অফলাইনে আপনি সেটি সারেন্ডার করতে পারবেন ৷
#নয়াদিল্লি: সাধারণত বেশির ভাগ ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ ও অন্যান্য আর্থিক কাজকর্মের জন্য প্যান কার্ড থাকা বাধ্যতামূলক ৷ কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ১০ ডিজিটের প্যান নম্বর হওয়া বাধ্যতামূলক করা হয়েছে ৷ আপনারও যদি প্যান নম্বর থাকে তাহলে বেশ কিছু কাজ সহজেই হয়ে যাবে ৷ কিন্তু তার সঙ্গে এটাও জেনে রাখা অত্যন্ত জরুরি, প্যান কার্ড নিয়ে ভুল করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ৷
একজনের কাছে একের বেশি প্যান কার্ড থাকলে সেগুলি সারেন্ডার করতে হবে ৷ না করলে তাদের জরিমানা দিতে হতে পারে ৷ পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
প্যান কার্ডে ভুল তথ্য দিলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬২-র সেকশন ২৭২ (বি) অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ৷ এছাড়া ভুল তথ্য দেওয়ার জন্য আয়কর বিভাগের তরফে কার্ড বাতিল করা হতে পারে ৷
advertisement
advertisement
আপনার কাছে একাধিক প্যান কার্ড থাকলে অনলাইন বা অফলাইনে আপনি সেটি সারেন্ডার করতে পারবেন ৷ অনালইন সারেন্ডার করার জন্য আয়কর বিভাগের ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in-এ লগ ইন করতে হবে ৷
অনলাইন সারেন্ডার করার জন্য অনলাইনে ফর্ম ফিলআপ করে প্যান কার্ডের স্ক্যান কপি জমা দিতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2020 12:38 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্যান কার্ড নিয়ে এই ভুল করলে দিতে হতে পারে ১০০০০ টাকার পর্যন্ত জরিমানা...