advertisement

Success Story: দুধ বিক্রেতা থেকে কারখানার মালিক! লোকসানে ডুবতে ডুবতে হঠাৎ 'ধনী' এই দরিদ্র যুবকের গল্প আপনাকেও অনুপ্রাণিত করবে 

Last Updated:

বলবীর সিং প্রধানমন্ত্রীর প্রকল্পে ১৫ লক্ষ ঋণ নিয়ে রামপুর গ্রামে ডেয়ারি ইউনিট গড়েন, ১৫ জনের কর্মসংস্থান ও ছাপরা, সিওয়ান, গোপালগঞ্জে দুগ্ধপণ্য সরবরাহ করেন।

কখনও লোকসান, কখনও হতাশা—তবুও হার মানেননি। গ্রামের সাধারণ দুধ বিক্রেতা থেকে আজ সফল ডেয়ারি শিল্পের মালিক হয়ে ওঠা এক যুবকের গল্পই প্রমাণ করে, সঠিক পরিকল্পনা আর সরকারি সহায়তা পেলে গ্রামবাংলা থেকেও গড়ে উঠতে পারে বড় সাফল্যের পথ।
কখনও লোকসান, কখনও হতাশা—তবুও হার মানেননি। গ্রামের সাধারণ দুধ বিক্রেতা থেকে আজ সফল ডেয়ারি শিল্পের মালিক হয়ে ওঠা এক যুবকের গল্পই প্রমাণ করে, সঠিক পরিকল্পনা আর সরকারি সহায়তা পেলে গ্রামবাংলা থেকেও গড়ে উঠতে পারে বড় সাফল্যের পথ।
ছাপরা সদর ব্লকের রামপুর গ্রামের বাসিন্দা বলবীর সিং এক সময় গ্রামাঞ্চল থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন সংস্থার কাছে সরবরাহ করতেন। কিন্তু সেই কাজে প্রত্যাশিত আয় হচ্ছিল না। কখনও কখনও পরিস্থিতির চাপে ব্যবসা বন্ধ করতেও বাধ্য হন তিনি। তবুও পরিবারের দায়িত্ব তাঁকে বারবার কাজে ফিরতে বাধ্য করে। কম লাভ আর মাঝেমধ্যে লোকসানের কারণে দীর্ঘদিন মানসিক চাপে ভুগেছেন বলবীর।
এই সময়েই তাঁর মাথায় আসে নতুন ভাবনা। তিনি বুঝতে পারেন, কাঁচা দুধ অন্য সংস্থাকে না দিয়ে যদি নিজেই দুধ থেকে বিভিন্ন পণ্য তৈরি করে বাজারে বিক্রি করা যায়, তা হলে আয়ের পরিমাণ অনেকটাই বাড়তে পারে। সেখান থেকেই নিজের ডেয়ারি শিল্প গড়ে তোলার পরিকল্পনা করেন তিনি। তবে মূল সমস্যা ছিল পুঁজি।
advertisement
advertisement
এর পর প্রধানমন্ত্রীর একটি সরকারি প্রকল্পের আওতায় ১৫ লক্ষ টাকা ঋণ নেন বলবীর সিং এবং ডেয়ারি সংক্রান্ত প্রশিক্ষণও নেন। প্রশিক্ষণ শেষ করে নিজের গ্রামেই ডেয়ারি ইউনিট গড়ে তোলেন তিনি। সেখানে দুধের পাশাপাশি দই, পনির, চিজ ও অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদন শুরু হয়। ধীরে ধীরে বাজারে জনপ্রিয়তা বাড়তে থাকে তাঁর পণ্যের।
advertisement
বর্তমানে বলবীর সিংয়ের ডেয়ারি ব্যবসায় সরাসরি ১৫ জনেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। তাঁর উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্য ছাপরা ছাড়াও সিওয়ান এবং গোপালগঞ্জ জেলায় সরবরাহ করা হচ্ছে। এই ডেয়ারি উদ্যোগ একদিকে যেমন স্থানীয় মানুষের কাজের সুযোগ তৈরি করেছে, তেমনই আশপাশের কৃষকদের জন্য দুধ বিক্রির একটি স্থায়ী বাজারও তৈরি হয়েছে।
লোকাল ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে বলবীর সিং জানান, আগে শুধু দুধ সংগ্রহ করে বিক্রি করলেও সেখানে না ছিল স্থায়ী আয়, না ছিল ভবিষ্যতের নিশ্চয়তা। কখনও কখনও পুঁজি হারানোর পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে সরকারি প্রকল্পের আওতায় ঋণ পেয়ে নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছেন তিনি। ভবিষ্যতে আরও বড় পরিসরে ব্যবসা বাড়িয়ে বেশি মানুষের কর্মসংস্থান করার ইচ্ছাও প্রকাশ করেছেন বলবীর।
advertisement
বলবীর সিংয়ের বার্তা স্পষ্ট—ব্যর্থতা কখনও যেন স্বপ্ন ছেড়ে দেওয়ার কারণ না হয়। ধারাবাহিক পরিশ্রম আর ধৈর্য থাকলে সাফল্য আসবেই। তাঁর এই যাত্রা আজ অনেকের কাছেই অনুপ্রেরণা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Success Story: দুধ বিক্রেতা থেকে কারখানার মালিক! লোকসানে ডুবতে ডুবতে হঠাৎ 'ধনী' এই দরিদ্র যুবকের গল্প আপনাকেও অনুপ্রাণিত করবে 
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, বেলা বাড়লেই ঠান্ডা উধাও ! রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা
রাজ্যে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, বেলা বাড়লেই ঠান্ডা উধাও ! রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা
  • ধীরে ধীরে এবার রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী

  • বেলা বাড়লেই ঠান্ডা উধাও !

  • রবি ও সোমবার আরও বাড়বে তাপমাত্রা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement