আনলক ১: কেন্দ্র সরকারের নতুন গাইডলাইন, ৩০ জুন পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কেন্দ্র সরকারের আগে মধ্যপ্রদেশ সরকার লকডাউন ১৫ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা করে দিয়েছিল ৷
নয়াদিল্লি: লকডাউন ৫.০ (New Guidelines Lockdown 5.0) এর ঘোষণা করল কেন্দ্র সরকার ৷ লকডাউন ৫.০-র ঘোষণার সঙ্গে সরকারের তরফে জারি করা হয়েছে নতুন গাইডলাইন ৷ তবে এবার লকডাউন ৫.০ অনেক ছাড় দেওয়া হবে ৷
লকডাউন ৫.০ দেশের সামনে দুটি বড় চ্যালেঞ্জ ৷ দেশের অর্থনীতিকে ট্র্যাকে ফেরানোর জন্য চেষ্টা করা হচ্ছে ৷ এর জন্য আর্থিক গতিবিধিতে ছাড় দেওয়া হবে ৷ কিন্তু পাশাপাশি করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে ৷ এর আগে লকডাউন ৫.০ এর সংকেত দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছিলেন লকডাউন ৫.০ হবে তবে বেশ কিছু ছাড় দেওয়া হবে ৷
advertisement
কেন্দ্র সরকারের আগে মধ্যপ্রদেশ সরকার লকডাউন ১৫ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা করে দিয়েছিল ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন বর্তমান পরিস্থিতি দেখে লকডাউন পুরোপুরি তুলে নেওয়া হবে না ৷ সরকারের তরফে লকডাউন ১৫ জুন পর্যন্ত চলবে ৷ এই সংক্রান্ত কী গাইডলাইন থাকবে তা আগামী দু’তিন দিনে জানা যাবে ৷
advertisement
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ৷ এই বৈঠকে লকডাউন ৪ এর পরিস্থিতির সমীক্ষা করা হয় ৷ মুখ্যমন্ত্রীদের কাছে লকডাউন ৫ নিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2020 7:51 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আনলক ১: কেন্দ্র সরকারের নতুন গাইডলাইন, ৩০ জুন পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম