আনলক ১: কেন্দ্র সরকারের নতুন গাইডলাইন, ৩০ জুন পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম

Last Updated:

কেন্দ্র সরকারের আগে মধ্যপ্রদেশ সরকার লকডাউন ১৫ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা করে দিয়েছিল ৷

নয়াদিল্লি: লকডাউন ৫.০ (New Guidelines Lockdown 5.0) এর ঘোষণা করল কেন্দ্র সরকার ৷ লকডাউন ৫.০-র ঘোষণার সঙ্গে সরকারের তরফে জারি করা হয়েছে নতুন গাইডলাইন ৷ তবে এবার লকডাউন ৫.০ অনেক ছাড় দেওয়া হবে ৷
লকডাউন ৫.০ দেশের সামনে দুটি বড় চ্যালেঞ্জ ৷ দেশের অর্থনীতিকে ট্র্যাকে ফেরানোর জন্য চেষ্টা করা হচ্ছে ৷ এর জন্য আর্থিক গতিবিধিতে ছাড় দেওয়া হবে ৷ কিন্তু পাশাপাশি করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে ৷ এর আগে লকডাউন ৫.০ এর সংকেত দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছিলেন লকডাউন ৫.০ হবে তবে বেশ কিছু ছাড় দেওয়া হবে ৷
advertisement
কেন্দ্র সরকারের আগে মধ্যপ্রদেশ সরকার লকডাউন ১৫ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা করে দিয়েছিল ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন বর্তমান পরিস্থিতি দেখে লকডাউন পুরোপুরি তুলে নেওয়া হবে না ৷ সরকারের তরফে লকডাউন ১৫ জুন পর্যন্ত চলবে ৷ এই সংক্রান্ত কী গাইডলাইন থাকবে তা আগামী দু’তিন দিনে জানা যাবে ৷
advertisement
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ৷ এই বৈঠকে লকডাউন ৪ এর পরিস্থিতির সমীক্ষা করা হয় ৷ মুখ্যমন্ত্রীদের কাছে লকডাউন ৫ নিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয় ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আনলক ১: কেন্দ্র সরকারের নতুন গাইডলাইন, ৩০ জুন পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement