Maruti Suzuki লঞ্চ করতে চলেছে তাদের নতুন গাড়ি Maruti Suzuki Dzire CNG; দেখে নিন এক নজরে!

Last Updated:

এই গাড়িটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে একটি হল VXI এবং আরেকটি হল ZXI।

#নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের বাড়তি দামের কথা মাথায় রেখে মারুতি সুজুকি (Maruti Suzuki) কোম্পানি লঞ্চ করতে চলেছে একটি নতুন সিএনজি (CNG) গাড়ি। দেশের সবথেকে জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি মঙ্গলবার জানিয়েছে যে, তারা লঞ্চ করতে চলেছে সেডান মডেলের নতুন গাড়ি Maruti Suzuki Dzire CNG। এই গাড়িটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে একটি হল VXI এবং আরেকটি হল ZXI।
Maruti Suzuki Dzire CNG VXI-এর এক্স শোরুম মুল্য হল ৮.১৪ লাখ টাকা। অন্য দিকে Maruti Suzuki Dzire CNG ZXI-এর এক্স শোরুম মুল্য হল ৮.৮২ লাখ টাকা। মারুতি সুজুক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিজায়ার সিএনজি মডেলের মাসিক সাবস্ক্রিপশন ফি ১৬,৯৯৯ টাকা থেকে শুরু।
advertisement
advertisement
কাদের সঙ্গে হবে টক্কর -
Maruti Suzuki Dzire CNG-এর টক্কর হতে পারে তাদের সেগমেন্টের Hyundai Aura CNG এবং Tata Tigor CNG-এর মতো গাড়ির সঙ্গে। Maruti Suzuki Dzire CNG গাড়ি লঞ্চ করার পর মারুতি সুজুকির সিএনজি পোর্টফোলিওর প্রায় ৯টি গাড়ি বাজারে সুলভ হবে।
advertisement
সিএনজি গাড়ির সুবিধা -
মারুতি সুজুকি দাবি করেছে যে Maruti Suzuki Dzire CNG গাড়ির ফলে ভারতে তেলের ব্যাহার কমে প্রাকৃতিক গ্যাসের ব্যাহার বাড়তে সহায়তা করবে। ভারত সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের পরিমাণ ৬.২ শতাংশ থেকে বেড়ে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ হবে। এই কাজে সাহায্য করবে মারুতি সুজুকি কোম্পানির নতুন গাড়ি Maruti Suzuki Dzire CNG। বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এর ফলে এই গাড়ি তেলের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াতে সাহায্য করবে। এই গাড়ি তেলের গাড়ির থেকে অনেকটাই লাভজনক হবে।
advertisement
ফিচার -
Maruti Suzuki Dzire CNG গাড়ির ডিজাইন করা হয়েছে সিএনজির কথা ভেবে। এর জন্য এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ১.২ লিটারের কে সিরিজের ডুয়াল জেট ডুয়াল ভিভিটি পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনে রয়েছে সিএনজি মোড যা ৬,০০০ আরপিএম ৭৭ পিএস পাওয়ার এবং ৯৮.৫ এনএম এর টর্ক জেনারেট করে। একই সঙ্গে Maruti Suzuki Dzire CNG গাড়ি ৩১.১২ কিমি প্রতি কিলোগ্রাম মাইলেজ দেয়। এর ফলে এই গাড়ি সব দিক দিয়েই অনেকটা উন্নত এবং আধুনিক।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Maruti Suzuki লঞ্চ করতে চলেছে তাদের নতুন গাড়ি Maruti Suzuki Dzire CNG; দেখে নিন এক নজরে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement