মারুতি সুজুকির এই গাড়ি থাকলে সাবধান! গ্রাহকদের সতর্ক করেছে সংস্থা

Last Updated:

এই সব গাড়িতে নতুন এয়ারব্যাগ লাগানোর খরচ অবশ্য সংস্থা নিজেই বহন করবে।

#কলকাতা: মারুতি সুজুকি (Maruti Suzuki) ডিজায়ার ট্যুর এস (Dzire Tour S) সেডান গাড়ি ভীষণই জনপ্রিয়। কিন্তু সেই গাড়ির উপর খুব শীঘ্রই কোপ পড়তে চলেছে। কারণ বাজার থেকে এই গাড়ি প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে প্রস্তুতকারী সংস্থা!
সম্প্রতি ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি জানিয়েছে যে, আসলে ওই গাড়ির এয়ারব্যাগ (Airbag) সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিয়েছে বলেই তড়িঘড়ি প্রত্যাহারের এমন সিদ্ধান্ত। এর ফলে গোটা দেশে ডিজায়ার ট্যুর এস সেডানের ১৬৬টি ইউনিটের উপর এই প্রত্যাহার জারি করা হয়েছে। ফলে এই সব গাড়ির গ্রাহকদের সতর্ক করেছে ওই সংস্থা।
advertisement
advertisement
গাড়ি নির্মাতা সংস্থার তরফে জানানো হয়েছে যে, তাদের ডিজায়ার (Dzire) সেডান গাড়ির এয়ারব্যাগ কন্ট্রোল ইউনিট (Airbag Control Unit) বদলানোর প্রয়োজন রয়েছে। এই সব গাড়িতে নতুন এয়ারব্যাগ লাগানোর খরচ অবশ্য সংস্থা নিজেই বহন করবে। মারুতি সুজুকি যে গাড়িগুলিকে প্রত্যাহার করেছে, সেই গাড়িগুলি তৈরি হয়েছিল চলতি মাসের ৬ অগাস্ট থেকে ১৬ অগাস্টের মধ্যে।
advertisement
মারুতি সুজুকি-র তরফে আজ রেগুলেটরি ফাইলিংয়ে একটি বিবৃতি জারি করে এই গাড়ি প্রত্যাহার এবং এর কারণ স্পষ্ট করা হয়েছে। গাড়ি প্রস্তুতকারী সংস্থাটির বক্তব্য, এয়ারব্যাগ নিয়ন্ত্রণ ইউনিট প্রতিস্থাপনের জন্যই জরুরি ভিত্তিতে ডিজায়ার ট্যুর এস সেডান গাড়ি প্রত্যাহার করা হচ্ছে।
advertisement
মারুতি সুজুকির তরফে গ্রাহকদের জানানো হয়েছে যে, গাড়ির এই সমস্যা এখনই ঠিক না-করা হলে, ভবিষ্যতে আরও বড় সমস্যা দেখা দিতে পারে। তাই যাঁদের কাছে এই ধরনের গাড়ি রয়েছে কিংবা যাঁদের গাড়ির এয়ারব্যাগ কাজ করছে না, তাঁরা যেন এখন সেই গাড়ি নিয়ে রাস্তায় বের না-হন। অর্থাৎ যত দিন না সেই সকল গাড়ির এয়ারব্যাগ কোম্পানি বদলে দিচ্ছে, তত দিন পর্যন্ত গাড়ি ব্যবহার না-করাই ভাল।
advertisement
ভারতে মারুতি সুজুকি ডিজায়ার ট্যুর এস সেডান গাড়ির দাম ৬.০৫ লক্ষ টাকা থেকে শুরু করে ৭ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে। আমাদের দেশে এই গাড়ির তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। এর মধ্যে একটি সিএনজি ভ্যারিয়েন্টেও পাওয়া যায় এই গাড়ি। মারুতি সুজুকি ডিজায়ার ট্যুর এস সেডান গাড়িতে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এ-ছাড়াও রয়েছে ৮২ বিএইচপি পাওয়ার এবং ১১৩ এনএমের পিক টর্ক। এর পাশাপাশি, মারুতি সুজুকির এই গাড়িটির ইঞ্জিন পাঁচ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ক্ষমতাসম্পন্ন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মারুতি সুজুকির এই গাড়ি থাকলে সাবধান! গ্রাহকদের সতর্ক করেছে সংস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement