জিও ও ফেসবুক মিলে ভারতকে ব্যবসায় নতুন দিশা দেবে: মার্ক জুকারবার্গ

Last Updated:

জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে ফেসবুক। পুরোটাই দুই তরফের সম্মতিতে হয়েছে।

#মুম্বই: ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-র প্রায় ১০ শতাংশ মালিকানা কিনে নিল ফেসবুক ৷ এই বিষয়ে মার্ক জুকারবার্গ জানিয়েছেন, বর্তমানে গোটা বিশ্বে অনেক কিছু চলছে, তার মধ্যেই ভারতে আমাদের কাজ সংক্রান্ত একটি আপডেট জানাতে চায় ৷ এবার জিও প্ল্যাটফর্মের সঙ্গে মিলে কাজ করবে আমরা ৷ এই চুক্তি ভারতকে ব্যবসায় নতুন দিশা দিতে চলেছে ৷’
ভারতে বিপুল সংখ্যক মানুষ ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে ৷ পাশাপাশি এই সময় ভারত একটি বড় ডিজিটাল ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ জিও লঞ্চ করে টেলিকম সেক্টরে বিপ্লব নিয়ে এসেছিল রিলায়েন্স ৷ কোটি কোটি দেশবাসী ও ছোট ব্যবসায়ীরা কাজ আরও সহজ করে দিয়েছে জিও ৷ ছোট ব্যবসায়ীদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে সাহায্য করে চলেছে জিও ৷
advertisement
জিও-র তরফেও ফেসবুকের এই লগ্নির কথা জানানো হয়েছে। একটা বিবৃতিতে জিও জানিয়েছে, জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে ফেসবুক। পুরোটাই দুই তরফের সম্মতিতে হয়েছে।
advertisement
জুকারবার্গ জানিয়েছেন, এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছোট ব্যবসা যে কোনও অর্থব্যবস্থার জন্য জরুরি ৷ এবং তাদের সাহায্যের দরকার পড়ে ৷ ভারতে ৬ কোটির বেশি ছোট ব্যবসায়ী রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ চাকরির জন্য তার উপর নির্ভর করে থাকে ৷
advertisement
লকডাউনের মধ্যে তাদের এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্মের দরকার যার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবংনিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন ছোট ব্যবসায়ীরা ৷ আর তাতে সাহায্য করবে জিও ও ফেসবুক ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিও ও ফেসবুক মিলে ভারতকে ব্যবসায় নতুন দিশা দেবে: মার্ক জুকারবার্গ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement