Mango Tree Cultivation: এই কাজগুলো করলে আমের মুকুল ঝরবে না, টুসটুসে রসালো ফলে ভরে উঠবে গাছ

Last Updated:

আম গাছে ফুল আসার ১৫ দিন আগে পর্যাপ্ত সেচ দিতে হবে। টিএসপি ও এমপি সার ২০০-২৫০ গ্রাম করে দিতে হবে দুই-তিন বছর বয়সের গাছে

+
আম

আম গাছের মুকুল

দক্ষিণ ২৪ পরগনা: বসন্তের শুরুতেই তাপমাত্রার পারদ যেভাবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপর চড়তে শুরু করেছে তাতে গ্রীষ্মকালের জন্য বৈশাখ মাস পর্যন্ত অপেক্ষা প্রয়োজন পড়বে বলে মনে হয় না। গরমে সারা দিনের হাঁসফাঁস যেমন আছে, তেমনই ফলের রাজা আমের স্বাদে মজে যাওয়ার হাতছানিও আসতে চলেছে বাঙালির কাছে। কিন্তু আবহাওয়ার এই খামখেয়ালিপনায় এবার আমের ফলন নিয়েই দেখা দিয়েছে আশঙ্কার মেঘ।
কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমন খামখেয়ালি আবহাওয়া চলতে থাকলে আমের মুকুল শক্ত হওয়ার আগেই ঝরে পড়তে পারে। মার্চ মাসের শুরুর দিক থেকে আম গাছে মুকুল আসা শুরু হয়। একটা মুকুলে অনেক পরিমাণে ফুল থাকে। আমরা অনেক সময় ভাবি, গাছে অনেক মুকুল আসছে কিন্তু তবু কেন ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে? আম গাছের একটা ডালে অনেকগুলো ফুল থাকে। যদি ঐ একটা ডাল থেকে একটা ফলও হয় তাহলে প্রচুর ফলন হবে। কিন্তু অনেক সময় দেখা যায় বৃষ্টি বা ঝড়ের কারণে আমের মুকুল ঝরে পড়ছে।
advertisement
advertisement
যেখানে আমের প্রচুর ফলন হওয়ার কথা, সেখানে আম ঝরে পড়ছে, আবার অনেক সময় গরম কালে কালবৈশাখীর ঝড়-বৃষ্টির কারণে অথবা পরিচর্যার অভাবেও একই পরিস্থিতি দেখা দেয়। এখন প্রশ্ন হল কীভাবে আমের মুকুল ঝরে পড়া প্রতিরোধ করে এই পরিস্থিতির মোকাবিলা করবেন? আম গাছে ফুল আসার ১৫ দিন আগে পর্যাপ্ত সেচ দিতে হবে। টিএসপি ও এমপি সার ২০০-২৫০ গ্রাম করে দিতে হবে দুই-তিন বছর বয়সের গাছে। চার-পাঁচ বছর বয়সের গাছে ৩০০-৩৫০ গ্রাম। ছয়-সাত বছর বয়সের গাছে ৪০০-৫০০ গ্রাম। আট-নয় বছর বয়সের গাছে ৫০০-৮০০ গ্রাম দিতে হবে। ১০ বছরের ঊর্ধ্বে ৮৫০ থেকে ১২০০ গ্রাম প্রতি গাছে সার দিতে হবে। এর জন্য আম বাগানে মৌমাছি পালন, চারদিকে ফুলের গাছ রোপণ এবং বাগানে বিভিন্ন জাতের আম গাছ লাগানো প্রয়োজন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আম গাছে মুকুল আসার সময় হপার পোকা কচি অংশের রস চুষে খায়। ফলে মুকুল শুকিয়ে বিবর্ণ হয়ে ঝরে পড়ে। এছাড়া রস চোষার সময় পোকা আঠালো পদার্থ নিঃসৃত করে। এতে ফুলে পরাগরেণু আটকে পরাগায়ণে বিঘ্ন ঘটে। এই পোকা দমনের জন্য রিপকর্ড বা সিমবুস ও টিল্ট আগের নিয়মে স্প্রে করতে হবে। আমের মুকুল গুটি বাঁধার দুই সপ্তাহ পর ২০ পিপিএম মাত্রায় ২৪-ডি স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়। আমের গুটি, মসুর দানার মত বড় হলে ১০ লিটার জলে দুই-তিন মিলিলিটার প্লানোফিক্স স্প্রে করলে ফল ঝরা বন্ধ হয়।
advertisement
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mango Tree Cultivation: এই কাজগুলো করলে আমের মুকুল ঝরবে না, টুসটুসে রসালো ফলে ভরে উঠবে গাছ
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement