RIL AGM 2022: রিলায়েন্সের ৪৫ তম বার্ষিক সাধারণ সভায় কী কী ঘোষণা করলেন মুকেশ আম্বানি? দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী ২৫ বছর ৷
#মুম্বই: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৫তম এজিএমে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুকেশ আম্বানি ৷ বিশ্বজুড়ে আর্থিক সংকট চলছে ৷ তবুও ভারতের অর্থনীতি যথেষ্ট মজবুত ৷ তিনি আরও জানিয়েছেন গত বছর সর্বাধিক করদাতা রিলায়েন্স গোষ্ঠী ৷ গত বছর ২.৩২ লক্ষ কর্মসংস্থান করেছে রিলায়েন্স ৷ এমনটাই জানালেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷
কর্মসংস্থানের বিষয়ে তিনি আরও জানান,‘রোজগার দেওয়ার বিষয়ে রিলায়েন্স একটি নতুন রেকর্ড তৈরি করেছে ৷ নিজেদের সমস্ত ব্যবসা মিলিয়ে ২.৩২ লক্ষ চাকরি দিয়েছে সংস্থা ৷ বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বেশি চাকরি দিয়েছে রিলায়েন্স ৷’
advertisement
দীপাবলিতে এবার ৫জি পরিষেবা নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও ৷ মুকেশ আম্বানি জানিয়েছেন Jio 5G ১০ কোটির বেশি বাড়িকে অতুলনীয় ডিজিটাল অভিজ্ঞতা এবং স্মার্ট হোম সলিউশনের সঙ্গে যুক্ত করবে ৷ আমরা লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী এবং ছোট ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাব, ক্লাউড থেকে বিতরণ করা অত্যাধুনিক, প্লাগ-এন্ড-প্লে সমাধানের মাধ্যমে তাঁদের ক্ষমতায়ন হবে।”
advertisement
অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী ২৫ বছর
এদিন মুকেশ আম্বানি আরও জানিয়েছেন, ‘ ১৫ অগাস্টের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পঞ্চ-প্রাণ বা পাঁচটি অপরিহার্য বিষয়ের কথা বলেছিলেন, যা ২০১৭ সালের মধ্যে ভারতকে অবশ্যই একটি উন্নত দেশে পরিণত করবে।’ তিনি আরও বলেন স্বাধীনতা-পরবর্তী প্রজন্ম সম্মিলিতভাবে যা অর্জন করেছে তার থেকে অনেক বেশি অর্জন করতে প্রস্তুত আগামী প্রজন্ম এবং রিলায়েন্স ভারতের সমৃদ্ধি ও অগ্রগতিতে আগের চেয়ে বেশি অবদান রাখতে প্রস্তুত।
advertisement
রিলায়েন্সের রেভিনিউ বেড়েছে ৪৭ শতাংশ
মুকেশ আম্বানি আরও জানিয়েছেন, ‘আমাদের সংস্থার বার্ষিক রাজস্ব ১০০ কোটি ডলার পেরিয়ে যাওয়া দেশের মধ্যে প্রথম কর্পোরেট ৷ রিলায়েন্সের একত্রিত রাজস্ব ৪৭ শতাংশ বেড়ে ৭.৯৩ লক্ষ কোটি টাকা বা ১০৪.৬ কোটি ডলার হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 3:55 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL AGM 2022: রিলায়েন্সের ৪৫ তম বার্ষিক সাধারণ সভায় কী কী ঘোষণা করলেন মুকেশ আম্বানি? দেখে নিন