মাথায় হাত মধ্যবিত্তের ! গত ৯ মাসে আকাশছোঁয়া দাম বেড়েছে গ্যাসের, দেখে নিন আপনার শহরে কত

Last Updated:

এখানে দেখে নিন আপনার শহরে বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম কত

#নয়াদিল্লি: চলতি মাসের প্রথম দিনেই ফের দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ বুধবার সিলিন্ডারের দাম ২৫ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ এই নিয়ে চলতি বছরে গ্যাস দাম প্রায় ১৯০ টাকা বাড়ানো হয়েছে ৷ রান্নার গ্যাসের এই ভাবে দাম বাড়তে থাকায় স্বাভাবিক ভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের ৷ একদিকে পেট্রোল ও ডিজেল, অন্যদিকে রান্নার গ্যাস, জ্বালানির জ্বালায় জেরবার মধ্যবিত্ত ৷ দেখে নিন কবে কবে কত টাকা দাম বেড়েছে গ্যাসের ৷
২০২১ সালের শুরুর দিকে অর্থাৎ জানুয়ারিতে দিল্লিতে এলপিজি সিলিন্ডারের দাম ৬৯৪ টাকা ছিল ৷ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলিন্ডারের মোট দাম বেড়েছে ১৯০.৫০ টাকা ৷
জানুয়ারিতে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৬৯৪ টাকা
advertisement
  • ৪ ফেব্রুয়ারি- ২৫ টাকা বেড়ে ৭১৯ টাকা হয়েছে
  • ১৫ ফেব্রুয়ারি- ৫০ টাকা বেড়ে হয় ৭৬৯ টাকা
  • ২৫ ফেব্রুয়ারি- ২৫ টাকা বেড়ে হয় ৭৯৪ টাকা
  • ১ মার্চ- ২৫ টাকা বেড়ে ৮১৯ টাকা হয়
  • ১ এপ্রিল- ১০ টাকা দাম কমে হয়েছিল ৮০৯ টাকা
  • ১ জুলাই- ২৫ টাকা দাম বেড়ে হয়েছে ৮৩৪ টাকা
  • ১৮ অগাস্ট- ২৫.৫০ দাম বেড়ে হয়েছে ৮৫৯.৫০ টাকা
  • ১ সেপ্টেম্বর - ২৫ টাকা দাম বেড়ে হয়েছে ৮৮৪.৫ টাকা
advertisement
এখানে দেখে নিন আপনার শহরে বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম কত
  • দিল্লি- ৮৮৪.৫ টাকা
  • কলকাতা- ৯১১ টাকা
  • মু্ম্বই- ৮৮৪.৫ টাকা
  • চেন্নাই- ৯০০.৫ টাকা
মে এবং জুন মাসে বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও বদল করা হয়নি ৷ এপ্রিলে অবশ্য ১০ টাকা দাম কমানো হয়েছিল ৷ গত ৭ বছরে এলপিজি-র দাম দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে ৷ ১ মার্চ ২০১৪ এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০.৫০ টাকা, এখন যা বেড়ে হয়েছে ৮৮৪.৫০ টাকা ৷ দিল্লিতে ১৯ কিলোর কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ১৬৯৩ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
LPG Gas cylinder এর দাম https://iocl.com/Products/IndaneGas.aspx ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবেন ৷ এখানে সংস্থার তরফে প্রতি মাসে গ্যাস সিলিন্ডারের দাম জারি করা হয়ে থাকে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাথায় হাত মধ্যবিত্তের ! গত ৯ মাসে আকাশছোঁয়া দাম বেড়েছে গ্যাসের, দেখে নিন আপনার শহরে কত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement