বদলাল রান্নার গ্যাস বুকিং করার নিয়ম! যখন ইচ্ছে বদলাতে পারবেন Distributor

Last Updated:

কীভাবে বুকিং করবেন এলপিজি গ্যাস সিলিন্ডার-

#নয়াদিল্লি: রান্নার গ্যাসের উপভোক্তাদের জন্য নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের ৷ এবার গ্রাহকরা (LPG customers) এলপিজি সিলিন্ডার রিফিল (LPG Cylinder Refill) করার জন্য গ্যাস ডিস্ট্রিবিউটার নিজে থেকে সিলেক্ট করার সুবিধা পাবেন ৷ বর্তমানে গ্রাহকরা কেবল নির্দিষ্ট ডিস্ট্রিবিউটার থেকেই সিলিন্ডার রিফিল করতে পারেন ৷ তবে এবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জন্য নতুন ব্যবস্থা শুরু করেছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা টেলিকম সার্ভিস প্রোভাইডারের মতো এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটারের পরিষেবা পছন্দ না হলে রিফিল পোর্টাবিলিটির (Refill Portability)সুবিধা নিতে পারবেন ৷ এর জন্য ইন্ডিয়ান অয়েল ‘ওয়ান অ্যাপ’ (one app) নামে একটি মোবাইল অ্যাপ বানিয়েছে ৷
advertisement
advertisement
ইন্ডিয়ান অয়েলের ওয়েবাসাইটে cx.indianoil.in গিয়েও এলপিজি সিলিন্ডারের ডিস্ট্রিবিউটার নিজে থেকেই সিলেক্ট করতে পারবেন গ্রাহকরা ৷ এই লিঙ্কে ক্লিক করার পর গ্রাহকরা নিজের দরকার অনুযায়ী, রিফিল ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে পারবেন ৷ অ্যাপ বা ওয়েবসাইট দু’জায়গায় আপনার এলাকার ডিস্ট্রিবিউটারের পুরো লিস্ট পেয়ে যাবেন ৷ সঙ্গে অন্যান্য গ্রাহকদের তরফে দেওয়া রেটিংও দেখতে পাবেন ৷ যদি কোনও ডিস্ট্রিবিউটারের রেটিং খারাপ থাকে তাহলে গ্রাহকরা তার বদলে অন্য ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে পারবেন ৷ আইওসি-র তরফে জানানো হয়েছে, গ্রাহকরা বুকিংয়ের সময়ই নিজের পছন্দের ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে পারবেন ৷
advertisement
কীভাবে বুকিং করবেন এলপিজি গ্যাস সিলিন্ডার
  • মোবাইল অ্যাপ বা আইওসি-র পোর্টালে গিয়ে লগইন করতে হবে
  • এলপিজি ডিস্ট্রিবিউটার্সের পুরো লিস্ট ও রেটিং দেখা যাবে
  • আপনার পছন্দের ডিস্ট্রিবিউটারের নামে ক্লিক করে বুকিং করতে হবে
  • সরকারি অ্যাপ উমাংয়ের মাধ্যমে রিফিল করতে পারবেন
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বদলাল রান্নার গ্যাস বুকিং করার নিয়ম! যখন ইচ্ছে বদলাতে পারবেন Distributor
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement