বদলাল রান্নার গ্যাস বুকিং করার নিয়ম! যখন ইচ্ছে বদলাতে পারবেন Distributor
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কীভাবে বুকিং করবেন এলপিজি গ্যাস সিলিন্ডার-
#নয়াদিল্লি: রান্নার গ্যাসের উপভোক্তাদের জন্য নতুন পদক্ষেপ কেন্দ্র সরকারের ৷ এবার গ্রাহকরা (LPG customers) এলপিজি সিলিন্ডার রিফিল (LPG Cylinder Refill) করার জন্য গ্যাস ডিস্ট্রিবিউটার নিজে থেকে সিলেক্ট করার সুবিধা পাবেন ৷ বর্তমানে গ্রাহকরা কেবল নির্দিষ্ট ডিস্ট্রিবিউটার থেকেই সিলিন্ডার রিফিল করতে পারেন ৷ তবে এবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জন্য নতুন ব্যবস্থা শুরু করেছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা টেলিকম সার্ভিস প্রোভাইডারের মতো এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটারের পরিষেবা পছন্দ না হলে রিফিল পোর্টাবিলিটির (Refill Portability)সুবিধা নিতে পারবেন ৷ এর জন্য ইন্ডিয়ান অয়েল ‘ওয়ান অ্যাপ’ (one app) নামে একটি মোবাইল অ্যাপ বানিয়েছে ৷
Choose your #Indane distributor for refill delivery! Avail the refill portability option when booking your refill through IndianOil One app or https://t.co/EUYfUjktKB to choose your preferred #Indane distributor based in your area, every time you book your refill ! pic.twitter.com/WduZdSvPBE
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) September 7, 2021
advertisement
advertisement
ইন্ডিয়ান অয়েলের ওয়েবাসাইটে cx.indianoil.in গিয়েও এলপিজি সিলিন্ডারের ডিস্ট্রিবিউটার নিজে থেকেই সিলেক্ট করতে পারবেন গ্রাহকরা ৷ এই লিঙ্কে ক্লিক করার পর গ্রাহকরা নিজের দরকার অনুযায়ী, রিফিল ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে পারবেন ৷ অ্যাপ বা ওয়েবসাইট দু’জায়গায় আপনার এলাকার ডিস্ট্রিবিউটারের পুরো লিস্ট পেয়ে যাবেন ৷ সঙ্গে অন্যান্য গ্রাহকদের তরফে দেওয়া রেটিংও দেখতে পাবেন ৷ যদি কোনও ডিস্ট্রিবিউটারের রেটিং খারাপ থাকে তাহলে গ্রাহকরা তার বদলে অন্য ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে পারবেন ৷ আইওসি-র তরফে জানানো হয়েছে, গ্রাহকরা বুকিংয়ের সময়ই নিজের পছন্দের ডিস্ট্রিবিউটার সিলেক্ট করতে পারবেন ৷
advertisement
কীভাবে বুকিং করবেন এলপিজি গ্যাস সিলিন্ডার
- মোবাইল অ্যাপ বা আইওসি-র পোর্টালে গিয়ে লগইন করতে হবে
- এলপিজি ডিস্ট্রিবিউটার্সের পুরো লিস্ট ও রেটিং দেখা যাবে
- আপনার পছন্দের ডিস্ট্রিবিউটারের নামে ক্লিক করে বুকিং করতে হবে
- সরকারি অ্যাপ উমাংয়ের মাধ্যমে রিফিল করতে পারবেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2021 11:14 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বদলাল রান্নার গ্যাস বুকিং করার নিয়ম! যখন ইচ্ছে বদলাতে পারবেন Distributor