Home /News /business /
ভারতের বাজারে সোনার থেকেও মূল্যবান স্মার্টফোন, টিভি!

ভারতের বাজারে সোনার থেকেও মূল্যবান স্মার্টফোন, টিভি!

Photo Collected

Photo Collected

সোনা রুপো নয়, এই মুহূর্তে ভারতে মূল্যবান সংগ্রহের তালিকায় চলে এসেছে স্মার্টফোন, টিভির মত ইলেকট্রনিক সামগ্রী ৷ এর ফলে এই সব জিনিসের আমদানিও বেড়েছে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: সোনা রুপো নয়, এই মুহূর্তে ভারতে মূল্যবান সংগ্রহের তালিকায় চলে এসেছে স্মার্টফোন, টিভির মত ইলেকট্রনিক সামগ্রী ৷ এর ফলে এই সব জিনিসের আমদানিও বেড়েছে ৷ আপাতত তেল আমদানির পরেই স্থান পেয়েছে বৈদ্যুতিন সরঞ্জামের আমদানি ৷ অবাক হলেও এই তথ্যই সামনে আসছে ৷

  আরও পড়ুন২৭ জুলাই দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও

  কিছুদিন ধরে আন্তর্জাতিক বাজারে টাকার মূল্য কমেছে ৷ সেই ক্ষেত্রে আমদানি ও রফতানির ফারাকও বেড়েছে কয়েকগুণ ৷ আন্তর্জাতিক বাজার থেকে ইলেকট্রনিক সরঞ্জাম কিনতেও বেশ খরছ হচ্ছে ভারতের ৷ তবে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে বাড়তেই হয়েছে স্মার্টফোন, টিভি বা অন্যান্য গ্যাজেটের আমদানি ৷ প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া-র উদ্যোগ স্বত্ত্বে ইলেকট্রনিক সামগ্রীর ক্ষেত্রে বিদেশি ব্র্যান্ডের দিকেই ঝুঁকছে অধিকাংশ ভারতীয় ৷ ফলস্বরূপ আমদানির নিরিখে সোনাকে টপকে আপাতত গ্যাজেট আমদানি রয়েছে দ্বিতীয় তালিকায় ৷ তৃতীয় স্থানে রয়েছে সোনা এবং প্রথমে রয়েছে তেল ৷

  First published:

  Tags: Electronic goods, Import, Smart Phone, Tv

  পরবর্তী খবর