LIC: নেট প্রফিট ৫০ শতাংশ কমে ৭,৯২৫ কোটি টাকা হল LIC-র, বিপুল ধাক্কা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
LIC: এর আগের এলআইসি-র নেট প্রিমিয়াম ছিল ১,৩২ লাখ টাকা। এখন সেটা ১৯ শতাংশ কমে হয়েছে ১.০৭ লাখ টাকা
নিউ দিল্লি: বিরাট ধাক্কা খেল এলআইসি। পেশ করা রিপোর্টে দাবি করা হয়েছে, এলআইসি-র দ্বিতীয় ত্রৈমাসিকে বিরাট ক্ষতি হয়েছে। প্রায় ৫০ শতাংশ ক্ষতি হয়েছে এলআইসির। এখন এলআইসির নেট প্রফিট ৭,৯২৫ কোটি টাকা। গত আর্থিক বছরে নেট প্রফিট ছিল ১৫,৯৫২ কোটি টাকা। ফলে দেখাই যাচ্ছে প্রায় ৫০ শতাংশ ক্ষতি হয়েছে। এর আগের এলআইসি-র নেট প্রিমিয়াম ছিল ১,৩২ লাখ টাকা। এখন সেটা ১৯ শতাংশ কমে হয়েছে ১.০৭ লাখ টাকা।
গ্রস নন-পারফর্মিং অ্যাসেট (জিএনপিএ) আগের বছরের ৫.৬০ শতাংশের তুলনায় ২.৪৩ শতাংশে দাঁড়িয়েছে। এর নেট এনপিএ এক বছর আগের সময়ের থেকে অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগ থেকে আয় গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। গত বছর অঙ্কটা ছিল ৮৪,১০৩ কোটি টাকা। এখন সেটা বেড়ে হয়েছে ৯৩,৯৪২ কোটি টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন, সিনিয়র-জুনিয়র নয়, দলীয় কর্মীদের জন্য অন্য ‘স্ট্র্যাটেজি’ অভিষেকের! বিজয়া সম্মিলনীতে বার্তা
এলআইসির অধীনে সম্পদ কিছুটা বৃদ্ধি পেয়েছে। AUM গত বছরের ৪২.৯৩ লক্ষ কোটি টাকার তুলনায় ১০.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭.৪৩ লক্ষ কোটি টাকা হয়েছে। চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাসে পলিসি বিক্রি হয়েছে ৮০.৬০ লাখ। গত বছরের একই সময়ের মধ্যে পলিসি বিক্রি হয়েছিল ৮৩.৫৯ লাখ।
advertisement
এলআইসি-র আয়ও বেশ ধাক্কা খেয়েছে। শেষ ত্রৈমাসিকে কোম্পানির মোট আয় হয়েছে ২,০১,৫৮৭ কোটি টাকা। যা গত বছর সেপ্টেম্বর মাসে ছিল ২,২২,২১৫ কোটি টাকা ছিল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2023 7:08 PM IST