LIC: নেট প্রফিট ৫০ শতাংশ কমে ৭,৯২৫ কোটি টাকা হল LIC-র, বিপুল ধাক্কা

Last Updated:

LIC: এর আগের এলআইসি-র নেট প্রিমিয়াম ছিল ১,৩২ লাখ টাকা। এখন সেটা ১৯ শতাংশ কমে হয়েছে ১.০৭ লাখ টাকা

এলআইসি-র দ্বিতীয় ত্রৈমাসিকে বিরাট ক্ষতি হয়েছে
এলআইসি-র দ্বিতীয় ত্রৈমাসিকে বিরাট ক্ষতি হয়েছে
নিউ দিল্লি: বিরাট ধাক্কা খেল এলআইসি। পেশ করা রিপোর্টে দাবি করা হয়েছে, এলআইসি-র দ্বিতীয় ত্রৈমাসিকে বিরাট ক্ষতি হয়েছে। প্রায় ৫০ শতাংশ ক্ষতি হয়েছে এলআইসির। এখন এলআইসির নেট প্রফিট ৭,৯২৫ কোটি টাকা। গত আর্থিক বছরে নেট প্রফিট ছিল ১৫,৯৫২ কোটি টাকা। ফলে দেখাই যাচ্ছে প্রায় ৫০ শতাংশ ক্ষতি হয়েছে। এর আগের এলআইসি-র নেট প্রিমিয়াম ছিল ১,৩২ লাখ টাকা। এখন সেটা ১৯ শতাংশ কমে হয়েছে ১.০৭ লাখ টাকা।
গ্রস নন-পারফর্মিং অ্যাসেট (জিএনপিএ) আগের বছরের ৫.৬০ শতাংশের তুলনায় ২.৪৩ শতাংশে দাঁড়িয়েছে। এর নেট এনপিএ এক বছর আগের সময়ের থেকে অপরিবর্তিত রয়েছে। বিনিয়োগ থেকে আয় গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। গত বছর অঙ্কটা ছিল ৮৪,১০৩ কোটি টাকা। এখন সেটা বেড়ে হয়েছে ৯৩,৯৪২ কোটি টাকা।
advertisement
advertisement
এলআইসির অধীনে সম্পদ কিছুটা বৃদ্ধি পেয়েছে। AUM গত বছরের ৪২.৯৩ লক্ষ কোটি টাকার তুলনায় ১০.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭.৪৩ লক্ষ কোটি টাকা হয়েছে। চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাসে পলিসি বিক্রি হয়েছে ৮০.৬০ লাখ। গত বছরের একই সময়ের মধ্যে পলিসি বিক্রি হয়েছিল ৮৩.৫৯ লাখ।
advertisement
এলআইসি-র আয়ও বেশ ধাক্কা খেয়েছে। শেষ ত্রৈমাসিকে কোম্পানির মোট আয় হয়েছে ২,০১,৫৮৭ কোটি টাকা। যা গত বছর সেপ্টেম্বর মাসে ছিল ২,২২,২১৫ কোটি টাকা ছিল।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC: নেট প্রফিট ৫০ শতাংশ কমে ৭,৯২৫ কোটি টাকা হল LIC-র, বিপুল ধাক্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement