বাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এখানে মিলছে অল টাইম লো রেটে লোন...

Last Updated:

সংস্থার মাধ্যমে হোমওয়াই অ্যাপ (HomY app ) লঞ্চ করা হয়েছে ৷

#নয়াদিল্লি: বাড়ি কেনার পরিকল্পনা থাকলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডের (LIC Housing Finance Ltd) তরফে বড় ঘোষণা করা হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, হোম লোনের সুদের হার কমিয়ে ৬.৬৬ শতাংশ করা হয়েছে ৷ LIC Housing Finance Ltd এর তরফে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোনে সুদের হার (Home loan rates) কমিয়ে অল টাইম লো (All time low interest rate) করে দেওয়া হয়েছে ৷ তবে এর লাভ কেবল নির্ধারিত সময় পর্যন্ত পাওয়া যাবে ৷ LIC HFL বয়ান অনুযায়ী, এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেডের এই স্কিম ৩১ অগাস্ট ২০২১ পর্যন্ত লাগু থাকবে ৷ শর্ত অনুযায়ী, লোনের প্রথম কিস্তি ৩০ সেপ্টেম্বরের আগে দিতে হবে ৷
সংস্থার তরফে কী জানাল হল ? সংস্থার তরফে জানানো হয়েছে, এলআইসি হাউসিং ফাইন্যান্স লিমিটেড সর্বোচ্চ ৩০ বছরের জন্য হোম লোনে সর্বনিম্ন সুদের হার দিচ্ছে ৷ এলআইসি হাউসিং ফাইন্যান্স সিইও (CEO)জানিয়েছেন, করোনা মহামারির জেরে আমরা এরকম রেট জারি করতে চায় যাতে পরিস্থিতির উন্নতি হয় ৷ এবং বেশির ভাগ মানুষ যাতে বাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন ৷ রেট কমানোর জেরে উপভোক্তারদের ভরসা বাড়বে সংস্থার উপরে ৷
advertisement
সংস্থার মাধ্যমে হোমওয়াই অ্যাপ (HomY app ) লঞ্চ করা হয়েছে ৷ ডিজিটাল মাধ্যমে লোনের জন্য আবেদন করতে পারবেন ৷ এখানে আপনি আপনার লোনের আবেদন ট্র্যাক করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা বাড়িতে বসেই বিভিন্ন পরিষেবার সুবিধা পেয়ে থাকেন ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়ি কেনার পরিকল্পনা করছেন ? এখানে মিলছে অল টাইম লো রেটে লোন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement